চলতি মরশুমের আইএসএল (ISL) নিয়ে ডামাডোল অব্যাহত। একাধিক ক্লাব একজোট হয়ে লিগ আয়োজনের দায়িত্ব নিতে চাইলেও, সেই পথে হাঁটল না ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের স্পষ্ট বার্তা— তারা ফুটবল খেলতে এসেছে, টুর্নামেন্ট আয়োজন করতে নয়। ক্লাব জোটের পক্ষ থেকে এআইএফএফ (AIFF) এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে বিকল্প প্রস্তাব দেওয়া হলেও, ইস্টবেঙ্গল সেই জোটে সামিল না হওয়ায় ময়দানে শুরু হয়েছে জোর চর্চা।
ইমামি ইস্টবেঙ্গল কর্তা সন্দীপ আগরওয়াল এই পরিস্থিতি নিয়ে বলেন, “আমাদের বিশ্বাস আইএসএল হবে। এআইএফএফ লিগটি সাময়িকভাবে স্থগিত রাখলেও তারা সবরকম চেষ্টা চালাচ্ছে। ৩-৪ মাসের মধ্যে ছোট করে হলেও টুর্নামেন্ট আয়োজন সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।” ক্লাব জোটে না থাকা প্রসঙ্গে তাঁর সাফাই, “কিছু ক্লাব নিজেরা লিগ আয়োজন করতে চাইছে। আমরা সেই তালিকায় নেই। আমাদের লক্ষ্য মাঠে নেমে খেলা।”
অনিশ্চয়তার জেরে যখন অন্য ক্লাবগুলো খরচ কমাতে ফুটবলার ছেড়ে দিচ্ছে, তখন ইস্টবেঙ্গল এখনই সেই পথে হাঁটতে নারাজ। সন্দীপ আগরওয়াল জানান, তাঁরা এখনই কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন। অন্যদিকে, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও ভারতীয় ফুটবলের এই অস্থিরতার কথা স্বীকার করে নিয়ে আশাপ্রকাশ করেছেন যে, শেষ পর্যন্ত জট কেটে আইএসএল আলোর মুখ দেখবেই।