তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-এর এক নেত্রীর বিরুদ্ধে পেট্রল পাম্পের মালিককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফুলবাগান এলাকায়। পাম্পের মালিক সুমনা দাস রায় অভিযোগ করেছেন যে, আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তা কয়েকজন কর্মীকে নিয়ে এসে তাঁকে মারধর করেছেন। এই বিষয়ে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সুমনা দাস রায় বলেন, গতকাল দুপুরে আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তা প্রায় দশ-বারো জন লোক নিয়ে এসে তাঁর পাম্প বন্ধ করতে বলেন। যখন তিনি তাতে রাজি হননি, তখন তাঁকে বেধড়ক মারধর করা হয়। সুমনা জানান, পুলিশ তাঁকে নতুন কর্মী নিয়ে কাজ চালানোর অনুমতি দিয়েছিল, এবং তিনি সেই মতোই কাজ করছিলেন। তিনি বলেন, “কবিতা গুপ্তা পাম্পে ঢুকে আমাদের নতুন কর্মীদের মারধর করে। যখন আমি তাদের বাঁচাতে যাই, তখন আমাকেও আক্রমণ করা হয় এবং গালিগালাজ করা হয়।” সুমনা আরও জানান, তাঁর কাছে আদালতের নির্দেশ আছে যে পাম্পের ভেতরে কোনো অশান্তি করা যাবে না, কিন্তু অভিযুক্তরা তা মানতে রাজি হয়নি।
যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই কবিতা গুপ্তা অবশ্য ঘটনাটির সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, সুমনার বাবার মৃত্যুর পর পাম্পে কাজ করা প্রায় ১২ জন কর্মীর দুই মাসের বেতন বাকি রয়েছে। তিনি সেই বকেয়া বেতন নিয়ে কথা বলতে গিয়েছিলেন। কবিতা গুপ্তার অভিযোগ, সুমনা দাস রায় তাঁকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেন। এর প্রতিক্রিয়ায় তিনি সুমনাকে চড় মেরেছেন। কবিতা বলেন, “আমি আইএনটিটিইউসি করি। যখন আমি কথা বলি, তখন সে পায়ের ওপর পা তুলে কথা বলছিল এবং আমাদের মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছিল। আমি ক্যামেরায় বলছি, ও যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে আমি আবার মারব।”
এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।