বাড়ির পোষ্য কিংবা রাস্তার অবলা প্রাণী, তাদের নিয়ে সমাজের একাংশের সমস্যা যেন কিছুতেই মিটছে না। এবার সেই সমস্যা মেটাতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবশ্রী রায়। দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনের বাসিন্দাদের হাতে অপমানিত হতে হলো তাঁকে।
গোটা ঘটনাটি নিয়ে ভীষণভাবে বিরক্ত অভিনেত্রী সরাসরি bangla.aajtak.in-এর কাছে ক্ষোভ উগরে দিয়েছেন।
আবাসনে গিয়েই চরম অপমান, ‘আপনি শুধুমাত্র একজন অভিনেত্রী’
ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসন থেকে। অভিনেত্রীর ফাউন্ডেশনে সদ্য যোগ দেওয়া অদ্রিজা সেই আবাসনের বাসিন্দা। অদ্রিজার পোষ্য কুকুরকে আবাসনে ঘোরানো নিয়েই সমস্যার সৃষ্টি। অদ্রিজা মল-মূত্র পরিষ্কার করে দিলেও, কিছু বাসিন্দার ঘোর আপত্তি ছিল।
অদ্রিজার মা বিষয়টি সমাধানের জন্য দেবশ্রী রায়কে ফোন করলে তিনি সেখানে যান। বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এক মহিলা দৌড়ে এসে দেবশ্রী রায়কে হেনস্থা করতে শুরু করেন।
দেবশ্রী রায়ের অভিযোগ, ওই মহিলা তাঁকে বলেন, “আপনি এখানে কী করছেন, আপনাকে তো এখানে ডাকা হয়নি। আপনি শুধুমাত্র একজন অভিনেত্রী।”
ক্ষুব্ধ দেবশ্রী রায় পাল্টা জবাব দেন, “আমি দুঃখিত, আমি শুধুমাত্র একজন অভিনেত্রী নই, আমি গত ১৮-১৯ বছর ধরে অ্যানিম্যাল ওয়েলফেয়ারে কাজ করছি। এটা আমার মৌলিক কর্তব্য যে এখানে এসে দেখা কী হচ্ছে।”
অভিনেত্রী মনে করছেন, ওই মহিলা ইচ্ছাকৃতভাবে তাঁকে অপমান করতে চেয়েছিলেন। তিনি বলেন, “ওই মহিলা ভেবেছিলেন আমায় এত অপমান করবেন যাতে আমি চলে যাই। আমি যে বিহিত করে যাব, সেটা বুঝতে পারেনি।”
কুকুরকে ‘মহাকালের দূত’ বলায় বিতর্ক!
আবাসনের একাংশের অভিযোগ ছিল, অদ্রিজা তাঁর কুকুরটিকে মন্দিরের সামনে ঘোরাচ্ছেন, যেখানে তাঁরা কালীপুজো করেন এবং শিবমন্দিরের সামনে দিয়ে পোষ্যকে নিয়ে যাচ্ছেন। এই ধর্মীয় স্পর্শকাতরতা নিয়েই বিতণ্ডা চরমে ওঠে।
এই প্রসঙ্গে পালটা প্রশ্ন তোলেন দেবশ্রী রায়। তিনি বলেন, “আমি মানি কুকুর তো মহাকালের দূত। আমাদের যত দেবদেবী সবার বাহন পশু। সেখানে মহাকালের দূতকে শিবমন্দিরের সামনে নিলে পাপ হয়? শিবের তো প্রিয় জিনিস কুকুর।”
দেবশ্রী রায়ের ক্ষোভ, “এঁরা কি প্রকৃত মানুষ?”
বাবা হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ
অভিনেত্রী জানান, এই ঘটনার পর অদ্রিজার চিকিৎসক বাবা, যার সম্প্রতি বাইপাস সার্জারি হয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই হেনস্থা এবং বচসার মানসিক চাপই তাঁর অসুস্থতার কারণ বলে দেবশ্রীর দাবি।
এই পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পোষ্যদের নিয়ে সমস্যার মুখে এর আগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকেও পড়তে হয়েছিল। দেবশ্রী রায় বলেন, “আমরা চেষ্টা করছি যাতে পোষ্যদের জন্য কিছু আইন নিয়ে আসা যায়। ফ্ল্যাটের কোনো নথিতে লেখা থাকে না পোষ্য নিয়ে থাকা যাবে না। এই অন্যায় আবদার মেনে নেওয়া যাবে না।“