ভাবুন তো আপনার ফোনে হোয়াটসঅ্যাপ নেই, অথচ আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারছেন! শুনতে অসম্ভব মনে হলেও, এই প্রযুক্তিই তৈরি করছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এটি হতে চলেছে অন্যতম বড় আপডেট। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ নামের একটি নতুন ফিচার আনতে চলেছে।
কীভাবে কাজ করবে এই ফিচার?
অ্যান্ড্রয়েড বেটা ভার্সন **2.25.22.13-**এ এই ফিচার আনার প্রস্তুতি চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু হতে পারে। এই ফিচারটির মাধ্যমে যে ব্যক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে একটি বিশেষ লিঙ্ক পাঠাতে হবে। ওই লিঙ্কের মাধ্যমেই তিনি অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি না করেই ওয়েব ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারবেন।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে থাকে। অর্থাৎ, অ্যাপ ব্যবহার না করলেও আপনার চ্যাট সুরক্ষিত থাকবে।
সুবিধা ও সীমাবদ্ধতা
‘গেস্ট চ্যাট’ ফিচারের মাধ্যমে অ্যাপ ব্যবহার না করেও শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠানো যাবে। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে:
লিঙ্কের মাধ্যমে চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ পাঠানো যাবে না।
ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না।
হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না।
কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না।
এই নতুন ফিচারটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না কিন্তু জরুরি প্রয়োজনে চ্যাট করার প্রয়োজন হয়।