কলকাতার আনন্দপুরে ডেকোরেটর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। গত রবিবার রাতের সেই বিধ্বংসী আগুনের রেশ কাটতে না কাটতেই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ দুই শ্রমিকের পরিণতি। হলদিয়ার সুতাহাটা এলাকার মোট চারজন শ্রমিক ওই গুদামে কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় চারজনই সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মানবেন্দ্র খাঁড়া এবং সুজিত গাউনিয়া গুরুতর জখম অবস্থায় প্রাণে বেঁচে ফিরলেও, এখনও খোঁজ পাওয়া যায়নি নন্টু খাঁড়া (৩৩) ও সুব্রত খাঁড়ার (৩৪)।
আহত দুই শ্রমিক বর্তমানে সুতাহাটার বাড়িতে চিকিৎসাধীন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গিয়েছে। মানবেন্দ্র ও সুজিত জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছিলেন। কোনোক্রমে আগুনের লেলিহান শিখা থেকে নিজেদের বের করে আনতে পারলেও নন্টু ও সুব্রতকে আর খুঁজে পাননি তাঁরা। নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে সোমবার রাত থেকেই সুতাহাটার হরিবল্লভপুর ও গাজীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশের কাছে দ্রুত তদন্ত ও তাঁদের পরিজনদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দপুরের ওই ডেকোরেটর গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদামের অধিকাংশ সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে। নিখোঁজ দুই শ্রমিক আগুনের মধ্যে আটকা পড়েছিলেন নাকি আতঙ্কে অন্য কোথাও চলে গিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। সুতাহাটা থানার পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পরিবারের একটাই প্রার্থনা, নন্টু ও সুব্রত যেন সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসেন।