আধার কার্ড আপডেট করতে পকেট খালি! নাম-ঠিকানা ও বায়োমেট্রিক সংশোধনের ফি বাড়াল UIDAI, নতুন খরচ কত?

আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে এবার থেকে সাধারণ মানুষকে বাড়তি খরচ গুনতে হবে। ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডে বিভিন্ন তথ্য সংশোধন ও বায়োমেট্রিক আপডেটের খরচ বাড়িয়ে দিয়েছে। তবে সম্পূর্ণ নতুন আধার কার্ড তৈরি এখনও বিনামূল্যে করা যাবে।

UIDAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ড আপডেট বা সংশোধনের ক্ষেত্রে ফি-এর পরিবর্তন হয়েছে:

পরিষেবার বিবরণ আগের ফি নতুন ফি কত টাকা বাড়ল?
নাম, ঠিকানা বা অন্য তথ্য সংশোধন ৫০ টাকা ৭৫ টাকা ২৫ টাকা
বায়োমেট্রিক আপডেট (ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ইত্যাদি) ১০০ টাকা ১২৫ টাকা ২৫ টাকা

Export to Sheets
শিশু ও কিশোরদের জন্য বড় স্বস্তি
যদিও সাধারণ মানুষের জন্য খরচ বাড়ানো হয়েছে, তবুও শিশু ও কিশোরদের জন্য একটি বড় স্বস্তির খবর রয়েছে।

আধার তৈরি হওয়ার পর ৫ বছর বয়সে এবং এরপর ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। আগে এই আপডেটের জন্য ৫০ টাকা ফি লাগত, যা এবার UIDAI সম্পূর্ণ মকুব করেছে। অর্থাৎ, শিশু ও কিশোরদের এই বাধ্যতামূলক আপডেট এখন বিনামূল্যে করা যাবে। তবে ফি মাফ হলেও, নির্দিষ্ট সময়ে আপডেট করা বাধ্যতামূলক।

ডোরস্টেপ সার্ভিসের খরচ অপরিবর্তিত
যেসব গ্রাহক বাড়িতে বসে বা সুবিধাজনক ঠিকানায় মেশিন পাঠিয়ে আধার আপডেট পরিষেবা নিতে চান, তাঁদের জন্য সেই খরচ অপরিবর্তিত রয়েছে ৭০০ টাকা। এই পরিষেবা পেতে UIDAI-কে ইমেল করে আবেদন জানাতে হবে।

অর্থাৎ, নতুন আধার কার্ড বিনামূল্যে তৈরি করা গেলেও, আপডেট বা সংশোধনের ক্ষেত্রে এখন থেকে সাধারণ মানুষকে নতুন হারে অর্থাৎ ২৫ টাকা বেশি খরচ করতে হবে।

আধার আপডেটের খরচ বৃদ্ধির সিদ্ধান্ত কি আপনার মতে সাধারণ মানুষের জন্য অতিরিক্ত বোঝা? আপনার মতামত কী?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy