রেললাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আজ, ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ‘রোলিং ব্লক’ জারি করা হয়েছে। এর ফলে এই চারদিন একাধিক গুরুত্বপূর্ণ যাত্রীবাহী এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে, এবং বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রেলের এই আকস্মিক সিদ্ধান্তে হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বাতিল এবং বিলম্বিত ট্রেনের তালিকা:
রেল সূত্রে জানানো হয়েছে, মেরামতির কাজের জন্য বেশ কিছু ট্রেন চলাচল করবে না। এর মধ্যে রয়েছে:
৭ই আগস্ট: ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
৮ই আগস্ট: ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু প্যাসেঞ্জার।
১০ই আগস্ট: ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।
এছাড়াও, বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে:
৮ ও ১০ই আগস্ট: ১৮০৩৫ খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৯ই আগস্ট: ১৮০৩৬ হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
১০ই আগস্ট: ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস ৯০ মিনিট দেরিতে ছাড়বে।
যাত্রী অসন্তোষ ও রেল কর্তৃপক্ষের আশ্বাস
রেলের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ, বিশেষ করে নিত্যযাত্রী এবং পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু যাত্রী অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন এবং তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা চরম সমস্যায় পড়েছেন। স্থানীয় যাত্রী সংগঠনগুলো দাবি করেছে, রেল কর্তৃপক্ষের উচিত ছিল আরও আগে থেকে এই ব্লকের ঘোষণা করা এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা।
তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা এবং ভবিষ্যতের উন্নত পরিষেবা নিশ্চিত করার জন্যই এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি ছিল। এই কাজ সম্পন্ন হলে আদ্রা ডিভিশনে ট্রেনের গতি এবং নিরাপত্তা অনেকটাই বাড়বে। যাত্রীদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে রেলওয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে যাত্রার আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে।