‘আদানি যোগের’ কারণে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না মোদী: রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবারও ‘আদানি যোগ’-এর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে রাহুল অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী অবস্থানের পরেও প্রধানমন্ত্রী নীরব কারণ তাঁর “হাত-পা বাঁধা”। রাহুল গান্ধীর দাবি, আমেরিকায় গৌতম আদানির বিপুল বিনিয়োগ সুরক্ষিত রাখতেই প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর চড়া রপ্তানি শুল্ক চাপিয়েছেন এবং রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর আগেও ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মরা’ বলে কটাক্ষ করেছেন।

রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা বারবার অভিযোগ করে আসছেন যে প্রধানমন্ত্রী দেশের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন। লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কেও একই অভিযোগ উঠেছিল। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। যদিও বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী এই দাবি অস্বীকার করেছিলেন, কিন্তু ট্রাম্পের নাম উল্লেখ করে কোনও কড়া প্রতিক্রিয়া দেননি।

লোকসভায় রাহুল গান্ধী এই বিষয়ে মন্তব্য করেছিলেন, “নরেন্দ্র মোদীর মধ্যে যদি ইন্দিরা গান্ধীর ৩০ শতাংশ সাহসিকতা থাকত, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে মুখের ওপর জবাব দিয়ে দিতেন।”

বুধবার রাহুল আবারও আদানির নাম টেনে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না কারণ তাঁকে আমেরিকায় গৌতম আদানির বিনিয়োগ সুরক্ষিত রাখতে হচ্ছে। এই অভিযোগের ফলে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy