‘আজাদ কাশ্মীর’-এর পর এবার মাওবাদী বিতর্ক! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখনে কুখ্যাত বাসবরাজুর নাম, উত্তপ্ত ক্যাম্পাস

কয়েক মাস আগে ‘আজাদ কাশ্মীর’ লেখা পোস্টার নিয়ে যে বিতর্ক তীব্র হয়েছিল, এবার তারই পুনরাবৃত্তি ঘটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের অন্দরে কুখ্যাত মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজুর নামে দেওয়াল লিখন দেখা যাওয়ার পর ফের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাসবরাজুর নামে স্লোগান দিয়ে দেওয়াল লিখন দেখা যায়। অভিযোগ, রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট (আরএসএফ) এই কর্মসূচি নিয়েছে। আরএসএফ দাবি করেছে, নিহত এই মাওবাদী নেতা সাধারণ মানুষের অধিকারের জন্য লড়েছিলেন। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, তারা এই লড়াইকে সমর্থন করে এবং দমননীতির বিরোধিতা করে।

টিএমসিপি-র কড়া দাবি:

মাওবাদী প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। তারা এই দেওয়াল লিখনকে সংবিধানবিরোধী এবং সমাজবিরোধী বলে দাবি করেছে। সোমবার টিএমসিপি-র পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে দেখা করে আরএসএফ-কে বিশ্ববিদ্যালয় থেকে তাৎক্ষণিক নিষিদ্ধ করার দাবি জানানো হয় এবং একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়।

টিএমসিপি-র সাধারণ সম্পাদক তীর্থরাজ বর্ধন বলেন, “মাওবাদী প্রচার কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরদাস্ত করা যায় না। আরএসএফকে বাতিল করতে হবে এবং কোনো সেমিনার হল ব্যবহারের অনুমতি যাতে তারা না-পায়, তা নিশ্চিত করতে হবে।”

আরএসএফ-এর হুঁশিয়ারি:

অন্যদিকে, আরএসএফ নেতা অভিনব দাস টিএমসিপি-র অভিযোগকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমরা যাঁদের নাম লিখেছি, তাঁরা রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতেন।” তিনি হুঁশিয়ারি দেন, যদি দেওয়াল লিখন মোছা হয়, তাহলে তারা প্রতিবাদে নামবে।

উপাচার্য ও এসএফআই-এর অবস্থান:

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি শান্ত রাখতে চাইছে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই ধরনের বিষয়টি আইনগতভাবে রাজ্য বা কেন্দ্রই দেখবে। বিশ্ববিদ্যালয় কেবলমাত্র সংশ্লিষ্ট সংগঠনকে সতর্ক করতে পারে। তাঁর কথায়, “সব পক্ষের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইও এই দেওয়াল লিখনের বিরোধিতা করেছে। তারা জানিয়েছে, মাওবাদী মতাদর্শে তারা বিশ্বাসী নয়, তবে একইসঙ্গে মাওবাদী সন্দেহে বিচারবহির্ভূত আক্রমণ বা গ্রেফতারেরও নিন্দা জানিয়েছে তারা।

উল্লেখ্য, সমাবর্তন এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরমনপ্রীত কৌরকে ডি.লিট দেওয়ার পরিকল্পনা বাতিল হওয়া নিয়ে এমনিতেই শিরোনামে ছিল যাদবপুর। তার মধ্যেই এই দেওয়াল লিখন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy