‘আগামী ২০ বছরে কাজ করা ঐচ্ছিক হয়ে যাবে’! এআই ও রোবোটিক্স নিয়ে এলন মাস্কের বিরাট ভবিষ্যদ্বাণী

টেসলা (Tesla) ও স্পেস এক্সের (SpaceX) সিইও এলন মাস্ক সম্প্রতি জিরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে এক সাক্ষাৎকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও রোবোটিক্সের ভবিষ্যৎ নিয়ে এক বিরাট ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে আগামী ২০ বছরের মধ্যে কাজ করাটা মানুষের কাছে আর বাধ্যতামূলক থাকবে না, এটি অনেকটা ‘শখের’ মতো হয়ে যাবে।

‘ইচ্ছা হলে কাজ, না হলে ইউবিআই’:

মাস্কের বক্তব্য, মানুষ কাজ না করেও সঠিকভাবে জীবন কাটাতে পারবে, কারণ তখন ইউনিভার্সাল বেসিক ইনকাম (UBI) ব্যবস্থা চালু থাকবে। কাজ করার উদ্দেশ্য তখন অর্থ উপার্জন না হয়ে শুধুমাত্র ভালোলাগা হবে, অনেকটা বাড়ির বাগানে সবজি ফলানোর মতো।

টেক-গুরু মাস্ক স্পষ্ট জানিয়েছেন:

যে গতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এগোচ্ছে তাতে আগামী ১০ বা ১৫ বছরে সব ধরনের শ্রমের কাজ সে একাই সামলে নিতে পারবে। সহজ কথায়, “If you can think of it, you can have it”—অর্থাৎ আপনি যা কল্পনা করতে পারেন, সেই ধরনের পণ্য বা পরিষেবা আপনার সামনে এসে হাজির হবে।

ভারতীয় সিইওদের সঙ্গে বিরোধ:

মাস্কের এই মন্তব্য ভারতের বর্তমান কর্ম সংস্কৃতির ঠিক বিপরীত। কিছুদিন আগেই ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি তরুণদের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার কথা বলেছিলেন, আর লাসরন অ্যান্ড টুর্বোর এসএন সুব্রহ্মণ্যম তো ৯০ ঘণ্টা কাজ করার পক্ষে সওয়াল করেছেন।

এই সময়ে মাস্কের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পাশ্চাত্যের বিভিন্ন দেশ যখন সপ্তাহে ৬ দিনের বদলে ৪ দিন বা ৩ দিন কাজ করার দিকে ঝুঁকছে, তখন চূড়ান্ত প্রযুক্তিগত উন্নতির ফলে কাজ করাটা আর বাধ্যতামূলক থাকবে না।

সিঙ্গুলারিটি ও অনিশ্চিত ভবিষ্যৎ:

এলন মাস্ক স্বীকার করেছেন যে এই ভবিষ্যত আসলে অনিশ্চিত। কারণ, তাঁর মতে গোটা মানবজাতি এক ‘টেকনিক্যাল সিঙ্গুলারিটি’-এর দিকে এগিয়ে চলেছে। এটি এমন এক পরিস্থিতি, যার পর কী হবে তা কেউ আন্দাজ করতে পারে না। মানুষের চাহিদা পূরণ করার পর কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো তখন নিজের উদ্দেশ্য সাধনের চেষ্টা করবে।

তবে, ইউবিআই-কে বাস্তব করতে গেলে প্রযুক্তির সুবিধা ধনী-গরিব নির্বিশেষে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তা না হলে এই ‘ইচ্ছা হলে কাজ করব’ ব্যবস্থাটি কেবল বিশেষ অংশের মানুষের কাছেই বাস্তব রূপ নেবে। তাই, আগামী এক দশক গোটা বিশ্বের জন্য একটি কঠিন পরীক্ষার সময়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy