আই লাভ মহম্মদ’ স্লোগান নিয়ে দেশজুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। উত্তরপ্রদেশের বরেলির পর এবার মহারাষ্ট্রের অহল্যানগরেও এই ইস্যুতে গোলমাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এআইএমআইএম (AIMIM) নেতা আসাউদ্দিন ওয়েইসি এই বিতর্কে সরাসরি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরিস্থিতি
বরেলি: বরেলির পরিস্থিতি এখনও থমথমে। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ হামলাকারীদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে একজন মুসলিম ধর্মীয় নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, যার প্রতিবাদে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এই বিতর্কের সূত্রপাত যেখানে, সেই কানপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সেখানে নির্বিঘ্নেই পুজো সম্পন্ন হয়েছে।
অহল্যানগর (মহারাষ্ট্র): মহারাষ্ট্রের অহল্যানগরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। একই হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
আসাউদ্দিন ওয়েইসির বিস্ফোরক প্রশ্ন
‘আই লাভ মহম্মদ’ বিতর্ক নিয়ে রাজনীতি চড়তে শুরু করার পর হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তীব্র মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এই দেশে কেউ ‘আমি মহম্মদকে ভালোবাসি’ বললে তাঁকে নিন্দার মুখে পড়তে হবে?
ওয়েইসি বলেন:
“কী বিচিত্র দেশ! এই দেশে কেউ ‘আমি মোদীকে ভালোবাসি’ বলতে পারেন কিন্তু ‘আমি মহম্মদকে ভালোবাসি’ বলতে পারি না। আমরা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছি? কেউ যদি বলে ‘আমি মোদীকে ভালোবাসি’, তাহলে মিডিয়াও খুশি হয়। কেউ যদি বলে ‘আমি মহম্মদকে ভালোবাসি’, তাহলে তাতে এত আপত্তি কেন? আমি যদি মুসলিম হই, তাহলে তা মহম্মদের কারণে।”
ওয়েইসির এই মন্তব্য ধর্মীয় ভালোবাসার অধিকার এবং দেশের রাজনৈতিক সহনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। কঠোর আইন প্রয়োগ সত্ত্বেও দুই রাজ্যে এই সংঘাতের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।