অ্যামাজনের ‘ত্রাস’ এবার আলিপুরে! বিশ্বের বৃহত্তম ‘গ্রিন অ্যানাকোন্ডা’র আগমনে সেজে উঠছে ঘর

আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ এবার আরও বাড়তে চলেছে। খুব শীঘ্রই চিড়িয়াখানায় যোগ দিতে চলেছে বিশ্বের বৃহত্তম সাপ, বিশালদেহী ‘গ্রিন অ্যানাকোন্ডা’। এর আগমন উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই নয়া অতিথির জন্য বিশেষ ঘর প্রস্তুত করতে শুরু করেছে, যা পর্যটকদের, বিশেষ করে শিশুদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ অপেক্ষার অবসান
আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় বৃহস্পতিবার এই সুসংবাদটি জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের সংগ্রহশালায় একটি সবুজ অ্যানাকোন্ডা যুক্ত হওয়ার পর পর্যটকদের ভিড় আরও বাড়বে। এতদিন আলিপুর চিড়িয়াখানায় শুধুমাত্র হলুদ অ্যানাকোন্ডাই ছিল, এবার সবুজ প্রজাতির সংযোজন নিঃসন্দেহে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে এই বিশেষ অ্যানাকোন্ডার খোঁজ চলছিল। অবশেষে জানা যায়, ভারতের বুকেই রয়েছে বিশ্বের এই বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম সাপটি। গত সপ্তাহেই কেন্দ্রীয় জু অথরিটি থেকে এটি আলিপুরে আনার ছাড়পত্র মিলেছে। অরুণ মুখোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, আলিপুর চিড়িয়াখানার একটি দল সবুজ অ্যানাকোন্ডাকে আনতে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক ট্রাস্ট অ্যান্ড সেন্টারে যাবে। বিনিময়ে, আলিপুর চিড়িয়াখানা তাদের ব্যান্ডেড ক্রেট (শাঁখামুটি সাপ) দেবে।

বিশালাকার এই সরীসৃপের নতুন ঠিকানা
মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে সড়কপথে আনা হবে এই সবুজ অ্যানাকোন্ডাটিকে। এর আগে আলিপুর চিড়িয়াখানা এই একই কেন্দ্র থেকে হলুদ অ্যানাকোন্ডা এনেছিল। তবে নতুন অতিথিটি আকারে হলুদ অ্যানাকোন্ডার চেয়েও বড় হবে। এটি আলিপুরে এলে চিড়িয়াখানায় মোট অ্যানাকোন্ডার সংখ্যা বেড়ে হবে ২১টি, এমনটাই জানিয়েছেন ডিরেক্টর। কবে অ্যামাজনের এই বিশালাকার সরীসৃপটি ঠিক আলিপুরের নতুন ঠিকানায় এসে পৌঁছাবে, তা অবশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

বিশেষ প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা
চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রায় দুই বছর আগেই সবুজ অ্যানাকোন্ডাকে রাখার জন্য একটি আলাদা ঘর নির্মাণ করে রেখেছে। বর্তমানে সেটিকে আরও সুন্দর করে এবং সাপের জীবনযাত্রার উপযুক্ত করে তোলার কাজ চলছে। আলিপুরের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, সাপটিকে কলকাতায় আনার পর পশুচিকিৎসকরা তাকে ভালোভাবে পরীক্ষা করবেন এবং পর্যটকদের সামনে আনার আগে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, যাতে সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে।

উল্লেখ্য, মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক ট্রাস্ট অ্যান্ড সেন্টার ফর হারপেটোলজি (MCBT) একটি সরীসৃপ চিড়িয়াখানা এবং সরীসৃপ গবেষণা কেন্দ্র, যা চেন্নাই শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের অধীনে একটি নিবন্ধিত ট্রাস্ট এবং সেন্ট্রাল জু অথরিটির আওতাধীন।

সব মিলিয়ে, আলিপুর চিড়িয়াখানায় এই নতুন সদস্যের আগমন একদিকে যেমন বন্যপ্রাণী সংরক্ষণে এক নতুন বার্তা দেবে, তেমনই কলকাতা ও পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি নতুন আকর্ষণ যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy