দীর্ঘদিন ধরে একটি হিট ছবির অপেক্ষায় থাকা বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্দর’ শুক্রবার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবিতে রণবীরের লুক এবং অ্যাকশন অবতার নজর কেড়েছিল। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে এই ছবির ফলাফল বেশ ভালো। তথ্য অনুযায়ী, গোটা দেশেই উইকএন্ড জুড়ে ছবিটির হলগুলি হাউজফুল। ফ্যাশনেবল হাঙ্ক হিসেবে পরিচিত রণবীর কি অবশেষে একটি বড় হিট পেতে চলেছেন, সেই অপেক্ষায় এখন বলিউড।
পারিশ্রমিক ও সম্পত্তির হিসাব:
পর পর কয়েকটি ছবি বক্স অফিসে ফ্লপ হলেও বলিউডের ব্র্যান্ড ভ্যালু হিসেবে রণবীর সিং-এর দাম কিন্তু চড়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন।
-
ছবিতে পারিশ্রমিক: তথ্য বলছে, রণবীর সিং একটি ছবি সই করার জন্য ৩০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
-
বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রমোশন: যেকোনো ব্র্যান্ডের প্রচার করতে তিনি নেন ৩ কোটি থেকে ৫ কোটি টাকা।
-
সোশ্যাল মিডিয়া আয়: শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট থেকেই রণবীরের আয় প্রায় ৮০ লাখ টাকা।
-
স্থাবর সম্পত্তি ও গাড়ি: মুম্বই এবং দিল্লিতে রণবীরের মোট চারটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তাঁর গাড়ির সংখ্যা প্রায় ১৫, যার সবই বিদেশি ব্র্যান্ডের।
মোট হিসেব অনুযায়ী, রণবীর সিং প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক।
বলিউডে রণবীরের যাত্রা:
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর সিং। তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। প্রথম ছবি থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। প্রথম ছবিটি হিট হলেও পরে কয়েকটি ছবি ফ্লপ হয়। এরপর ‘লুটেরা’ ছবির মাধ্যমে রণবীর প্রমাণ করেন যে তিনি শুধুই অ্যাকশন বা চকলেট হিরো নন, তিনি একজন অসাধারণ অভিনেতাও। পরিচালক বনশালির ‘রাম-লীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’ ছবি তাঁকে বলিউডে জনপ্রিয় করে তোলে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কও ছিল সুপারহিট। বর্তমানে ছোট্ট মেয়ে দুয়াকে নিয়ে রণবীরের সুখের সংসার।