অস্তিত্ব হারাল মাদার ডেয়ারি! কাল থেকে বাজারে শুধুই ‘বাংলার ডেয়ারি’, বড় ঘোষণা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

রাজ্যের দুগ্ধ প্রেমীদের জন্য বড় খবর। আজ থেকে আর ‘মাদার ডেয়ারি’র কোনো আলাদা অস্তিত্ব থাকল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘ তিন বছর ধরে চলা সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষে মাদার ডেয়ারিকে পুরোপুরিভাবে ‘বাংলার ডেয়ারি’র সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা ঘোষণা করেন।

এর ফলে, বৃহস্পতিবার থেকে বাজারে দুধ, দই, পনির বা ঘি—আর মাদার ডেয়ারির প্যাকেটে পাওয়া যাবে না। সমস্ত সামগ্রী মিলবে ‘বাংলার ডেয়ারি’র মোড়কে। আইনি জটিলতা কাটিয়ে এই সংযুক্তিকরণ সম্পন্ন হওয়ায় এখন থেকে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড ‘বাংলার ডেয়ারি’র ছাতার নিচেই সমস্ত দুগ্ধজাত পণ্য উৎপাদিত ও বিক্রয় হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy