সিডনির বন্ডি বিচের সেই নারকীয় স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হলো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। বৃহস্পতিবার বিকেলে নিউ সাউথ ওয়েলস-এর লেক কারজেলিগো এলাকায় এক বন্দুকবাজের গুলিতে দুই মহিলাসহ তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। ঘটনার পর থেকে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ, তবে আততায়ী এখনও পলাতক।
মিনিট খানেকের ব্যবধানে চরম নৃশংসতা
সিডনি থেকে প্রায় ৬০০ কিমি পশ্চিমে অবস্থিত শান্ত শহর কারজেলিগো। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৪.৪০ মিনিট নাগাদ প্রথম ফোন আসে জরুরি বিভাগে। জানা গেছে, অভিযুক্ত বন্দুকবাজ অত্যন্ত ঠান্ডা মাথায় দুই দম্পতিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। জখম একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাতক আততায়ী, থমথমে শহর
পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করতে পারলেও এখনও তার পরিচয় জনসমক্ষে আনেনি। নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ডি হল্যান্ড জানিয়েছেন, বন্দুকবাজ কোনো একটি গাড়িতে চেপে পালিয়ে গিয়েছে। সে এখনও সশস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে স্থানীয় ‘দ্য কমার্শিয়াল হোটেল’ পাবটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য জরুরি আর্জি জানিয়েছে প্রশাসন।
আতঙ্কে দিন কাটছে ১৫০০ বাসিন্দার
ছোট্ট এই শহরে মাত্র দেড় হাজার মানুষের বাস। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, চারদিকে শুধু পুলিশের গাড়ির সাইরেন আর অ্যাম্বুল্যান্সের শব্দ। গোটা শহর এখন কার্যত পুলিশি দুর্গে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার সাংসদ রয় বাটলার এই ঘটনাকে ‘ভয়াবহ ও দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন।
বন্ডি বিচের স্মৃতি ও কাকতালীয় যোগ
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সিডনির বন্ডি বিচে ইসলামিক স্টেট (IS) অনুপ্রাণিত এক হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। আজ যখন অস্ট্রেলিয়াজুড়ে সেই ঘটনার জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে, ঠিক সেই দিনেই এই হামলা জনমনে নতুন করে ত্রাস সৃষ্টি করেছে। কাকতালীয়ভাবে, গতকালই অস্ট্রেলিয়ার সংসদে বন্দুক নিয়ন্ত্রণ সংক্রান্ত কড়া আইন পাশ হয়েছিল, যার কয়েক ঘণ্টার মধ্যেই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেল।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা নাকি কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আততায়ী ধরা না পড়া পর্যন্ত কারজেলিগো শহরে হাই-অ্যালার্ট জারি থাকছে।