“অসমে বহুবিবাহ নিষিদ্ধ বিল পাস”- হিমন্ত বিশ্বশর্মার পরবর্তী লক্ষ্য ইউনিফর্ম সিভিল কোড

অসম বিধানসভায় ঐতিহাসিক ‘বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল ২০২৫’ পাস হলো। এই বিল পাস হওয়ার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য হলো রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করা।

বৃহস্পতিবার বিধানসভায় এই বিল পাস হওয়ার বিষয়টিকে মুখ্যমন্ত্রী-সহ শাসক দলের বিধায়করা ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। বিল পাসের পরেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জোট আবার অসমে ক্ষমতায় এলে সেখানে ইউসিসি চালু করা হবে।

ইউসিসি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ:

বিধানসভার আলোচনাতেই মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টের রায় এবং নির্দেশ অনুসারে ইউনিফর্ম সিভিল কোড চালু করার সময় চলে এসেছে। যদি আমরা আবার এই রাজ্যে ক্ষমতায় আসি তাহলে বিধানসভা চালু হওয়ার প্রথম অধিবেশনেই তা (ইউসিসি) চালু করার জন্য প্রস্তাব দেওয়া হবে।”

একই সঙ্গে তিনি বিরোধীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “বিধানসভার প্রথম অধিবেশনেই আমি ইউসিসি নিয়ে আসব। পারলে আমাকে থামান।”

বহুবিবাহ আইনের কঠোর বিধান:

যদিও বিরোধীরা বহুবিবাহ নিষিদ্ধকরণ চালু হলে ‘একাধিক সমস্যা দেখা দেবে’ বলে দাবি করেছেন, তবে মুখ্যমন্ত্রীর দাবি, এই আইন কোনো ধর্মকে লক্ষ্য করে আনা হয়নি। এতে রাজ্যের মহিলারা লাভবান হবেন এবং তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে।

নতুন বহুবিবাহ নিষিদ্ধকরণ আইনে কঠোর শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে:

  • অভিযুক্তদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে।

  • সাজাপ্রাপ্তরা কোনো সরকারি চাকরি বা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না।

  • স্থানীয় নির্বাচনেও দাঁড়াতে পারবেন না অভিযুক্তরা।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাল্যবিবাহ রোধে আরও কঠোর পদক্ষেপ করা হবে এবং মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বৃদ্ধি করে ২১ বছর করার চেষ্টা করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy