অষ্টম বেতন কমিশন গঠন করছে কেন্দ্র, DA-তে ৪০% পিছিয়ে রাজ্য! বেতন বৈষম্য নিয়ে তোলপাড় সরকারি মহল

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে ৩% মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করা হয়েছে। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ-এর হার বেড়ে ৫৮ শতাংশে পৌঁছে গেল। এই ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ-এর ফারাক আরও অনেকটা বেড়ে গেল, যা রাজ্যের সরকারি মহলে নতুন করে অসন্তোষ সৃষ্টি করেছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা
এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে মহার্ঘ ভাতা পেতেন। এখন ৩% বৃদ্ধির পর সেই মহার্ঘ ভাতার মোট পরিমাণ দাঁড়াল ৫৮%। এই উল্লেখযোগ্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা অনেকটাই বাড়িয়ে দেবে।

রাজ্য সরকারি কর্মীদের পরিস্থিতি
অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ১৮% হারে ডিএ পান। কেন্দ্রের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের ডিএ-এর ফারাক গিয়ে পৌঁছেছে বিশাল ৪০ শতাংশে। কেবল ডিএ নয়, বেতন কমিশনের দিক থেকেও পিছিয়ে রয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশও এখনও মেনে নেওয়া হয়নি।

বেতন কমিশন ও আইনি লড়াই
কেন্দ্র যেখানে অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা বেতন ও ভাতার পরিবর্তনের আশা করছেন। যদিও অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে বিভিন্ন মত রয়েছে, তবে আশা করা হচ্ছে এটির সুপারিশ লাগু হলে বেতনে বড় পরিবর্তন আসবে।

কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে এই ৪০% ফারাক কর্মীদের আর্থিক অবস্থার পাশাপাশি তাঁদের মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের সমহারে ডিএ-এর দাবি জোরালো। এই দাবি নিয়ে তাঁরা আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও করছেন।

বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে। মামলার শুনানি শেষ হয়েছে এবং রায় সংরক্ষণ করে রাখা হয়েছে। কেন্দ্রের ডিএ বৃদ্ধির এই আবহে, রাজ্য সরকারি কর্মীদের এখন শেষ ভরসা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy