অরুণাচলের খাদে পিকআপ ভ্যান দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ১৮ জনের, নিখোঁজ ৩; ত্রাসকিয়া জেলার ২২ শ্রমিক যাচ্ছিলেন অরুণাচলে কাজে।

অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার দুর্গম পাহাড়ী রাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসমের তিনসুকিয়া জেলার ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০০ মিটার (প্রায় ৩,২৮০ ফুট) গভীর খাদে পড়ে যায়। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

  • দুর্ঘটনার সময়: ঘটনাটি ঘটেছিল গত ৮ ডিসেম্বর অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার হায়ুলিয়াং এবং চাগলাগামের মাঝামাঝি দুর্গম রাস্তায়। পিকআপ ভ্যানটিতে তিনসুকিয়া জেলার মোট ২২ জন শ্রমিক একটি ছাত্রাবাস নির্মাণের কাজে যাচ্ছিলেন।

  • খবর আসে দেরিতে: দুর্ঘটনার দিন রাতে একজন শ্রমিক, বুধেশ্বর দীপ, কোনওক্রমে বেঁচে যান। তিনি ১০ ডিসেম্বর রাতের দিকে চিপ্রা জিআরইএফ (General Reserve Engineer Force) ক্যাম্পে পৌঁছে খবর দেন। তাঁর মাধ্যমেই দুর্ঘটনার বিষয়টি সামনে আসে। বুধেশ্বর দীপ বুধবার সকালে তাঁর আত্মীয়দেরও ফোন করে দুর্ঘটনার কথা জানান।

উদ্ধারকার্য ও বর্তমান পরিস্থিতি

বৃহস্পতিবার জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিন জন নিখোঁজ

  • উদ্ধারকারী দল: লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, বৃহস্পতিবার ভোরবেলা সেনাবাহিনীর স্পিয়ার কর্পস, একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল, মেডিকেল টিম, জিআরইএফ প্রতিনিধি, স্থানীয় পুলিশ, এনডিআরএফ কর্মী এবং হায়ুলিয়াংয়ের এডিসিকে একত্রিত করে একটি বড় আকারের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

  • দুর্গম স্থান: দুর্ঘটনাস্থলটি চাগলাগাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে একটি দুর্গম এলাকায় অবস্থিত, যেখানে যোগাযোগ ব্যবস্থা সীমিত। এই দুর্গমতার কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। খাদের নীচ থেকে দড়ি দিয়ে টেনে দেহগুলিকে উদ্ধার করা হচ্ছে।

জেলা মেডিক্যাল অফিসারকে দেহগুলিকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হায়ুলিয়াংয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)।

নিহত ও নিখোঁজদের তালিকা (অসমের তিনসুকিয়া জেলার বাসিন্দা):

মৃতরা হলেন: রাহুল কুমার, সোমির দীপ, অর্জুন কুমার, পঙ্কজ মানকি, অজয় ​​মানকি, বিজয় কুমার, অভয় ভূমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগর তাঁতি, ধীরেন চাত্রিয়া, রোজনি নাগ, দীপ গোওয়ালা, রামসেবক সুনা, সোনাটন নাগ, সঞ্জয় কুমার, করণ কুমার এবং জুনাশ মুন্ডা।

নিখোঁজ বাকি তিন জনের খোঁজ এখনও চলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy