অমানবিক কাজের চাপে আত্মহত্যা! মালবাজারে BL0-র মৃত্যুতে SIR প্রক্রিয়ায় তীব্র চাঞ্চল্য

জলপাইগুড়ির মালবাজার এলাকায় স্পেশাল ইন্টিগ্রেটেড রিপোর্ট (SIR) প্রক্রিয়ার অতিরিক্ত এবং অমানবিক কাজের চাপে এক বুথ লেভেল অফিসার (BLO)-এর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কর্মীর নাম শান্তি মুনি ওরাওঁ।

বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক নির্বাচনী কাজের অঙ্গ হিসেবে SIR তৈরি করতে গিয়ে শান্তি মুনি ওরাওঁর ওপর কাজের চরম চাপ সৃষ্টি হয়েছিল। সেই মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরেই তিনি শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি এই অতিরিক্ত কাজের ভার নিয়ে অসহায়তা প্রকাশ করছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় মালবাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু স্বাভাবিক নয়, অমানবিক কাজের চাপই এর প্রধান কারণ বলে স্থানীয়রা সরব হয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মীর এমন পরিণতি হওয়ায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy