অভিষেকের সই জাল, চুপচাপ কী করলেন তৃণমূল কাউন্সিলর? নজরে আসতেই গ্রেফতার, ঘাটাল পৌরসভায় তোলপাড়

তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) অফিসিয়াল প্যাড জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ঘাটাল পৌর এলাকার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভাস ঘোষকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভুয়ো চিঠিকে কেন্দ্র করে এই তোলপাড় শুরু হয়।

অভিযোগ উঠেছে, বিভাস ঘোষ সেই চিঠিকে হাতিয়ার করে সরকারি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছিলেন।

৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
ঘাটাল পৌর এলাকার এক ব্যক্তি পুলিশে লিখিত অভিযোগ জানান যে, সরকারি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বিভাস ঘোষ তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তৎপর হয়। প্রথমে বিভাস ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, বর্তমানে ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষের কাছ থেকে তৃণমূলের নামাঙ্কিত একটি প্যাড উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে, এই প্যাডে ভুয়ো স্বাক্ষর ও সিলমোহর ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ভুয়ো চিঠি দিয়ে একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল।

তৃণমূল ও বিজেপির রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

তৃণমূলের বক্তব্য: ঘাটাল সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি বলেন, “আমরা মনে করছি, কোনও অসৎ চক্রের প্রভাবে বিভাস ঘোষ ভুল পথে গেছে। ভুয়ো প্যাড ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আইন অনুযায়ী পুলিশ তদন্ত করছে, দল তার সঙ্গে নেই।” তিনি আরও জানান, দলের প্যাড ব্যবহারের কোনও অনুমোদন বিভাস ঘোষের ছিল না।

বিজেপির আক্রমণ: ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, “এই ঘটনা প্রমাণ করে, তৃণমূলের নেতারা দুর্নীতির স্রোতে ডুবে আছে। আমরা খুশি যে বিভাস ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উচিত বাকি তৃণমূল নেতাদেরও ধরপাকড় করা…আমরা আগেই বলেছি, ‘তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল।’”

ঘাটাল থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, চিঠিটি ডিজিটাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে আরও গ্রেফতার হতে পারে। বর্তমানে বিভাস ঘোষকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy