তৃণমূল বিধায়িকা অসীমা পাত্রের ‘এসআইআর’ (SIR) সংক্রান্ত মন্তব্যকে ঘিরে এবার তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভোটার তালিকায় বিশেষ নজরদারি বা ‘স্পেশাল ইনকয়ারি রিপোর্ট’ (SIR) নিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যের ভিডিও যুক্ত করে অগ্নিমিত্রা মঙ্গলবার এক্স (X) বার্তায় শাসকদলকে নিশানা করেন।
অগ্নিমিত্রা পাল তাঁর পোস্টে লেখেন, “মাননীয়া বিধায়িকা অসীমা পাত্র, বুঝতে পারছি, আপনার SIR রাতের ঘুম কেড়ে নিয়েছে, কারণ অবৈধ ভোটারই আপনার ভোট ব্যাঙ্ক, এটা এখন গোটা বাংলা জানে।”
তিনি আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন যে, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে।
তৃণমূলের ‘গুন্ডাবাহিনীকে’ হুঁশিয়ারি
অসীমা পাত্রকে আক্রমণ করার পাশাপাশি অগ্নিমিত্রা পাল তৃণমূলের কর্মী এবং ‘গুন্ডাবাহিনী’কেও সরাসরি হুমকি দেন। তিনি বলেন:
“এবং আপনি ও আপনার তৃণমূলের ঊর্দ্ধস্তর থেকে নিম্নস্তরের নেতৃবৃন্দ ও গুন্ডাবাহিনী যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের গায়ে এক টুকরো আঙুলও ঠেকান, তাহলে এই বাংলায় গণআন্দোলনের ভয়ানক রূপ দেখবেন।”
বিজেপি নেত্রী প্রশ্ন তোলেন, “আপনারা কী ভেবেছেন? ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকদের দেখাশোনার কেউ নেই?”
অগ্নিমিত্রা পালের দাবি, বাংলার মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে তাড়িয়ে ফেলার এবং এখন শুধু সময়ের অপেক্ষা। ধনিয়াখালির সভামঞ্চে অসীমা পাত্রের মন্তব্যের পরই এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হলো।