অবৈধ বিস্ফোরণের বলি গৃহবধূ! বীরভূমে পাথর খাদানের ছিটকে আসা টুকরো লেগে মৃত্যু মহিলার, পরিবারে হাহাকার

বীরভূমের মাশরা পঞ্চায়েতের শালবাদড়া এলাকার তাঁতবান্ধা গ্রামে এক ভয়াবহ ঘটনায় পাথর খাদানের অবৈধ বিস্ফোরণের বলি হলেন এক পঁয়ত্রিশ বছর বয়সী মহিলা। বিস্ফোরণের সময় ছিটকে আসা একটি বড় পাথরের টুকরো এসে সরাসরি আঘাত করে ওই মহিলার মাথায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

যেভাবে ঘটল মর্মান্তিক ঘটনা:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সময় পেরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে ওই খাদানে পাথর ভাঙার কাজ ও বিস্ফোরণ চলছিল। বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাড়িতে প্রস্তুত হচ্ছিলেন পিঙ্কি রায় নামে ওই মহিলা। প্রায় ১৫০ মিটার দূরে থাকা খাদান থেকে উড়ে আসা একটি বড় পাথরের টুকরো তাঁদের বাড়ির খড়ের চালা ভেদ করে সরাসরি পিঙ্কির মাথায় আঘাত করে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।

মৃতার বাবা লালজি রায় বলেন, “আমার তেলে ভাজার দোকান আছে, আমি সেখানেই ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেয়ে।” লালজি রায় জানান, দশ বছর আগে বজ্রপাতে তাঁর জামাইয়ের মৃত্যু হয়। সেই থেকে পিঙ্কি তাঁর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। তিনি প্রশ্ন তুলেছেন, “এখন জানি না কী হবে!”

পরিবারের অভিযোগ ও স্থানীয়দের ক্ষোভ:

মৃতার বাবা অভিযোগ করেন, “আমরা বারণ করেছিলাম এইভাবে বিস্ফোরণ ঘটাতে। কিন্তু সরকার তো যেখানে ধানের জমি ছিল, সেখানেও খাদানের অনুমতি দিয়ে দিচ্ছে। এর আগেও আমার খড়ের চালে পাথর পড়েছে, তবে এত বড় পাথর পড়বে ভাবিনি।” মৃতার মা অমাবতী রায়ও দুই নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাদানে বিস্ফোরণের জেরে প্রায় সময়েই পাথর ছিটকে আসে।

প্রশাসনের পদক্ষেপ:

খাদানের মালিকের নাম নোটু শেখ বলে জানা গিয়েছে। রামপুরহাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বলেন, “আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম বাড়িটা খাদান থেকে ১৫০ ফুট ওপরে। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ খতিয়ে দেখবে পাথর যেখান থেকে উড়ে এসেছে। যদি খাদান থেকে আসে, তবে সঙ্গে সঙ্গে খাদান মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।”

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর নলহাটির বাহাদুরপুরের একটি খাদানে ধস নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবার অবৈধ বিস্ফোরণে পাথর ছিটকে মহিলার মৃত্যুর ঘটনায় বীরভূমের পাথর খাদানগুলির বৈধতা এবং নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy