অবিশ্বাস্য! OT-র ছাদ ভেঙে হিরোর বদলে নেমে এল কুকুর, হাস্যকর ঘটনা ঝাড়খণ্ডের হাসপাতালে

আপনি কি কোনোদিন কল্পনা করেছেন যে সিনেমার মতো ছাদ ফুঁড়ে কেউ নেমে আসবে আপনার সামনে? হয়তো হিরো নেমে আসার কথা ভেবেছেন। কিন্তু যদি বলি হিরো নয়, নেমে এসেছে একটা কুকুর, তাও আবার হাসপাতালের অপারেশন থিয়েটারে, তাও আবার রোগীর অপারেশন টেবিলের একদম পাশে! শুনে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক হাড়হিম করা এবং একই সাথে হাস্যকর ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ রেলওয়ে হাসপাতালে।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এক রোগীর অস্ত্রোপচার চলছিল। চিকিৎসকরা নিবিষ্ট মনে তাঁদের কাজ করছেন, রোগী রয়েছেন অজ্ঞান অবস্থায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অপারেশন থিয়েটারের ফলস সিলিং। আর তার সাথে সটান অপারেশন টেবিলের পাশেই আছড়ে পড়ে একটি পথ কুকুর!

এই অভাবনীয় ঘটনায় উপস্থিত সকলের চক্ষু চড়কগাছ! এক নার্সের ঘাড়ের উপরে সরাসরি কুকুরটি পড়ায় তিনি আঘাতপ্রাপ্ত হন। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান চিকিৎসকরাও। এমন পরিস্থিতিতে তো আর অপারেশন চালিয়ে যাওয়া যায় না! বাধ্য হয়ে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সেই অপারেশন।

তবে রোগীর জীবন বাঁচানো জরুরি। তাই দ্রুত রোগীকে পাশের অপারেশন থিয়েটারে স্থানান্তরিত করে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। আঘাতপ্রাপ্ত নার্সকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কিন্তু কুকুরটি এলো কোথা থেকে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আরও অদ্ভুত তথ্য সামনে এসেছে। জানা গেছে, সম্ভবত বৃষ্টির হাত থেকে বাঁচতে কুকুরটি হাসপাতালের ভেন্টিলেটরের ভেন্টে আশ্রয় নিয়েছিল। এরপর খাবারের খোঁজে সে সম্ভবত সিলিংয়ের ওপর উঠে যায়। ফলস সিলিংয়ের উপর দিয়ে ঘোরাঘুরি করার সময় তার শরীরের ওজন সামলাতে না পেরেই সেটি হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে যায়—সরাসরি হাসপাতালের অপারেশন থিয়েটারে!

হাসপাতালের ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে গিয়ে দেখে, অপারেশন থিয়েটারের দেওয়ালের ঠিক পাশেই একটি ভেন্ট রয়েছে এবং ভেতর থেকে আরও কুকুরের আওয়াজ আসছে। মনে করা হচ্ছে, ওই ভেন্টের ভিতরে হয়তো কুকুরের বাচ্চাও রয়েছে!

এই ঘটনা হাসপাতালের পরিকাঠামো এবং পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একটি অপারেশনের মতো সংবেদনশীল স্থানে কীভাবে এভাবে কুকুর ঢুকে পড়তে পারে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই ঘটনাটি যেমন চরম বিশৃঙ্খলার এক চিত্র তুলে ধরছে, তেমনই সিনেমার পর্দায় দেখা অবিশ্বাস্য ঘটনাকে বাস্তব করে তুলেছে, যদিও এর পেছনে রয়েছে অবহেলা আর অব্যবস্থার এক করুণ চিত্র।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy