অবশেষে কাটছে গোপালবাহাদুর বস্তির ভোগান্তি! এশিয়ান হাইওয়ের সঙ্গে বিচ্ছিন্ন রাস্তা তৈরিতে ৪৩ লক্ষ টাকা বরাদ্দ

দীর্ঘ সাত মাস বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সুদিন ফিরছে আলিপুরদুয়ারের গোপালবাহাদুর বস্তিতে। চলতি বছর মে মাসের প্রবল বর্ষণে ভেঙে পড়া গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি মেরামতের কাজ শুরু করল রাজ্য সরকার। এই সড়কটি এশিয়ান হাইওয়ের সঙ্গে বস্তি এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য দুর্যোগ প্রশমন তহবিল থেকে ৪৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ ছিল, মে মাসের শেষের দিকে বৃষ্টির তোড়ে রাস্তার প্রায় ৫০ মিটার অংশ ধসে যায়। পাশের চা বাগানের নর্দমায় বাঁধ না থাকায় বৃষ্টির জলের প্রবল স্রোতে রাস্তার নিচের মাটি সরে গিয়ে এই বিপর্যয় ঘটে। এর ফলে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বাসিন্দাদের প্রায় চার কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছিল। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি ঢোকার মতো জায়গাও অবশিষ্ট ছিল না।

জয়গাঁ উন্নয়ন পর্ষদ ও আলিপুরদুয়ার জেলা পরিষদে বারবার দরবার করার পর অবশেষে সরকার মুখ তুলে চাইল। ৪৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা এবং একটি নতুন কালভার্ট তৈরি হবে। আলিপুরদুয়ারের এই প্রত্যন্ত এলাকার বাসিন্দারা এখন নতুন বছরের শুরুতে নতুন রাস্তার স্বপ্নে বুক বাঁধছেন। কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy