এনডিএ সংসদীয় দলীয় বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন। আজ ৫ আগস্ট, ৩৭০ ধারা বাতিলের পঞ্চম বর্ষপূর্তির দিনে নাম না করে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও তোপ দেগেছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে আদতে সরকার পক্ষেরই সুবিধা করে দিয়েছে। এমন বিরোধী কোথায় পাবেন, যেখানে বিরোধীরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে? বিরোধীরা এরকম আলোচনার দাবি প্রতিনিয়ত করতে পারে।” তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বিরোধীদের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন।
পহেলগাঁওতে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। এনডিএ বৈঠকে অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব-এর সাফল্য নিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এনডিএ সাংসদরা সেনাবাহিনীর এই বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন।
রাহুল গান্ধী সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণেই সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমার আর কিছু বলার নেই।” এর মাধ্যমে তিনি সম্প্রতি ভারত-চীন সীমান্ত নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ভর্ৎসনার প্রসঙ্গটি তুলে ধরেছেন।
বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভগবান আমার সঙ্গে আছে।” এই মন্তব্য দলের মধ্যে তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।