পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, ৩০০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল বায়ুসেনা
নয়াদিল্লি: ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এক বিরাট তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ওই অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। ধ্বংস হওয়া বিমানগুলির মধ্যে আমেরিকার তৈরি অত্যাধুনিক F-16 বিমানও রয়েছে।
বায়ুসেনা দিবস উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অমরপ্রীত সিং ‘অপারেশন সিঁদুর’-কে চলতি বছরে ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন।
৩০০ কিলোমিটার ভেতরে ঢুকে আঘাত:
বায়ুসেনা প্রধান জানান, এই সংঘর্ষে একটি বিষয় নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছিল— তা হলো দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (Long-range Surface-to-Air Missile)। এর মাধ্যমেই ভারতের বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডের সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে আঘাত হানতে সক্ষম হয়েছিল।
অমরপ্রীত সিং বলেন, “পাকিস্তানের F-16, JF-17 শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি। ভারতের হামলায় পাকিস্তানের বেশকিছু র্যাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে।” যদিও ঠিক কোন অস্ত্র ব্যবহার করে ৩০০ কিলোমিটার গভীরে আঘাত করা হয়েছে, তা স্পষ্ট করেননি বায়ুসেনা প্রধান। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এটি সম্ভবত রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র-এর ইঙ্গিত।
এক রাতেই কাবু পাকিস্তান:
বায়ুসেনা প্রধান আরও জানান, অত্যন্ত স্পষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে ‘অপারেশন সিঁদুর’-এ নেমেছিল ভারত। আর সেই কারণেই দ্রুত পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।
“আমরা নিখুঁতভাবে নিশানা করতে পেরেছি। অপারেশন সিঁদুরে এক রাতেই কাবু করতে পেরেছি পাকিস্তানকে,” দাবি করেন অমরপ্রীত সিং। তিনি আরও বলেন, এই অভিযানে ভারতের তরফে হতাহতের সংখ্যা ছিল ন্যূনতম।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত পদক্ষেপ নেয়। ৬ মে মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হয়, যার নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। যদিও সংঘর্ষ বিরতি হলেও দুই দেশের সম্পর্ক এখনও তলানিতে ঠেকে রয়েছে।