জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারতের সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’কে দাবা খেলার সঙ্গে তুলনা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই অপারেশনের সময় প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে তা অজানা থাকলেও ভারত শেষ পর্যন্ত পাকিস্তানকে ‘চেকমেট’ করতে সক্ষম হয়েছিল।
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “অপারেশন সিঁদুরে আমরা অনেকটা দাবা খেলার মতো কৌশল নিয়েছিলাম। প্রতিপক্ষ কী চাল দেবে তা আমরা জানতাম না, কিন্তু আমরা শেষ পর্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছিলাম।” তিনি আরও বলেন, এই খেলায় ভারত কিছু ক্ষেত্রে ঝুঁকি নিয়েও শত্রুদেরকে পরাস্ত করতে সক্ষম হয়েছে।
সেনাপ্রধান এই অভিযানের জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছারও প্রশংসা করেন। তিনি বলেন, “২৩ এপ্রিল আমরা তিন বাহিনীর প্রধানেরা এক বৈঠকে মিলিত হয়েছিলাম। সেই প্রথমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘যথেষ্ট হয়েছে!’ (Enough is enough)।” জেনারেল দ্বিবেদী জানান, সেই বৈঠকে তিন বাহিনীর প্রধানই বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন এবং তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। “কী করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। এমন রাজনৈতিক সমর্থন আগে দেখা যায়নি,” বলেন তিনি।
এদিন সেনাপ্রধান পাকিস্তানের মানসিকতা নিয়েও রসিকতা করেন। তিনি বলেন, “যদি কোনো পাকিস্তানিকে জিজ্ঞাসা করেন যে তারা যুদ্ধে হেরেছে না জিতেছে, তারা হয়তো বলবে, ‘আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন, এর মানে আমরা নিশ্চিতভাবে জিতেছি!'” এই মন্তব্য করে তিনি বোঝাতে চেয়েছেন যে, পাকিস্তান হয়তো মনে মনেই নিজেদের জয়ী বলে ধরে নিয়েছে।