শারদ উৎসবের মরশুমে প্রতি বছরই নিজেদের অভিনব থিমের মাধ্যমে মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নেয় পুরুলিয়া শহরের তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটি। ৬২তম বর্ষে তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে এক বিশেষ ভাবনায়— ‘কৃষিকাজকে প্রাধান্য’ দিয়ে।
থিম: ‘অন্নদাতা’
তেলকলপাড়া দুর্গাপুজো কমিটির সেক্রেটারি বিপুল মাহাতো জানিয়েছেন, এবারের থিম হলো ‘অন্নদাতা’। এই থিমের মাধ্যমে কৃষকদের পরিশ্রম, তাঁদের ত্যাগ এবং সমাজে তাঁদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বিপুল মাহাতো বলেন, “কৃষকদের পরিশ্রম, তাঁদের ত্যাগের কথা কেউ মনে রাখে না। তাই সেই মানুষগুলির গুরুত্ব বোঝানোর জন্য এই থিমের ভাবনা। রোজ বহু মানুষের সমাগম হচ্ছে।”
দর্শনার্থীদের মুগ্ধতা
প্রতিবছরের মতো এবারও এই থিমটি দর্শকদের মনে দাগ কাটছে। দর্শনার্থী পুষ্পিতা বলেন, “প্রতিবছরই তেলকলপাড়া দুর্দান্ত থিম করে। এবারও ব্যতিক্রম হয়নি। খুব সুন্দরভাবে মণ্ডপ সাজিয়েছেন তাঁরা।”
পুরুলিয়া শহরের বিখ্যাত থিম পুজোগুলির মধ্যে অন্যতম এই মণ্ডপটি প্যান্ডেল হপিং করতে আসা দর্শনার্থীরা একবার হলেও দেখতে ভিড় করছেন।