নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায় ভোটার তালিকা (Voter List) নিয়ে এক গুরুতর অভিযোগের জেরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সুষেন বিশ্বাস নামে শান্তিপুরের এক বাসিন্দা অভিযোগ করেছেন, তাঁর অনুমতি ছাড়াই তাঁর নাম অন্য একটি নির্বাচনী এলাকায় স্থানান্তরিত করা হয়েছে, যার ফলে তিনি ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেননি।
ভোটার টোকেন না পাওয়ায় সামনে এল কারচুপি
সুষেনবাবু জানান, তিনি ২০১৪ সাল থেকে শান্তিপুরেই নিয়মিত ভোট দিয়ে আসছেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনের আগে তিনি তাঁর ভোটার টোকেন হাতে পাননি। এরপর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর নাম শান্তিপুর থেকে রানাঘাটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে।
সুষেন বিশ্বাসের দাবি, তিনি কখনো নাম স্থানান্তরের জন্য কোনো ফর্ম পূরণ করেননি বা আবেদন করেননি। বিষয়টি জানার পর তিনি প্রয়োজনীয় নথি দু’বার জমা দেওয়া সত্ত্বেও তাঁর ভোটার তালিকায় নাম সংশোধিত হয়নি।
কাঠগড়ায় স্থানীয় বিএলও
এই ঘটনার জন্য সুষেন বিশ্বাস সরাসরি স্থানীয় বুথ লেভেল অফিসার (বিএলও) প্রণব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি স্থানীয় থানায় প্রণব বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই গুরুতর অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে পুলিশ ও নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে। কীভাবে ভোটারের অজান্তে তাঁর নাম অন্য কেন্দ্রে স্থানান্তরিত হলো এবং এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখছে কমিশন। এই ঘটনা নির্বাচনের আগে ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ এবং বিএলও-দের কাজের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।