অত্যাধুনিক প্রযুক্তির শিয়ালদা-রানাঘাট এসি লোকাল, জেনে নিন ভাড়ার বিস্তারিত

পূর্ব রেলের শিয়ালদা-রানাঘাট রুটে শীঘ্রই যুক্ত হতে চলেছে অত্যাধুনিক এসি লোকাল ট্রেন পরিষেবা। এই নতুন ট্রেনটি যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। তবে এই আরামের জন্য যাত্রীদের সাধারণ লোকালের চেয়ে বেশি ভাড়া গুনতে হবে। পূর্ব রেল জানিয়েছে, ১৫ আগস্টের আগেই এই পরিষেবা চালু হবে এবং এটি সোমবার (১১ আগস্ট) থেকেই বাণিজ্যিক পরিষেবা শুরু করতে পারে।

এই এসি লোকাল ট্রেনটি প্রতিদিন দুটি করে পরিষেবা দেবে, যা সকাল ও সন্ধ্যার অফিস টাইমের কথা মাথায় রেখে সময়সূচি তৈরি করা হয়েছে। রানাঘাট থেকে ট্রেনটি সকাল ৮টা ২৯ মিনিটে ছাড়বে এবং শিয়ালদা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ছাড়বে। এটি একটি গ্যালোপিং লোকাল ট্রেন হিসেবে চলবে এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে থামবে। এই স্টেশনগুলো হলো— চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর।

ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এককালীন টিকিটের মূল্য ১২০ টাকা। অন্যান্য স্টেশনের জন্য, শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা, দমদম পর্যন্ত ৩৫ টাকা এবং নৈহাটি পর্যন্ত ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক টিকিটের ক্ষেত্রেও ভিন্ন হার প্রযোজ্য হবে। রানাঘাট পর্যন্ত মান্থলি ২,৪৩০ টাকা এবং ব্যারাকপুর পর্যন্ত ১,২৭৫ টাকা।

এই ট্রেনে মোট ১,১২৬টি আসন থাকবে। ট্রেনটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। সুরক্ষার দিক থেকেও এটি অনেক উন্নত। এতে সিসিটিভি ক্যামেরা-সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি থাকবে। মেট্রোর মতোই স্টেশনে থামলে তবেই ট্রেনের দরজা খুলবে এবং ছাড়ার আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এই উন্নত পরিষেবা যাত্রীদের কাছে কতটা জনপ্রিয় হয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy