শিশুদের অতি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে মেদিনীপুর সদর ব্লকের বীরসিংহপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবক ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে শিশুদের জন্য অপর্যাপ্ত এবং নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিক্ষোভকারী অভিভাবকরা জানান, ২০০ গ্রাম ডালে ৫০ জন শিশুকে খাবার দেওয়া হয়, যেখানে জল ছাড়া কিছুই থাকে না। ডিম এবং শাক-সবজির ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম ঘটে। নাজিরা বিবি নামে এক অভিভাবক বলেন, “আমরা বারবার শিক্ষিকাকে জানিয়েও কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়ে আজ আমরা কেন্দ্র ঘেরাও করেছি।” তাদের অভিযোগ, বাসি সবজি দিয়ে খাবার তৈরি করা হয় এবং ডিম দেওয়ার ক্ষেত্রেও কারচুপি করা হয়।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রের শিক্ষিকা সুমনা রায় মন্ডল। তিনি দাবি করেন, “সরকারি নিয়ম মেনেই শিশুদের জন্য খাবার তৈরি করা হয় এবং পরিবেশন করা হয়। যেদিন গোটা ডিম দেওয়ার কথা, সেদিন গোটা ডিম দেওয়া হয়, আর যেদিন অর্ধেক দেওয়ার কথা, সেদিন অর্ধেকই দেওয়া হয়। খাবারের বিষয়ে কোনো রকম কারচুপি করা হয় না।”
খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগগুলি মনোযোগ দিয়ে শোনেন। সুপারভাইজার আশ্বাস দিয়েছেন যে, তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন। এখন দেখার বিষয়, এই ঘটনার পর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যার সমাধান হয় কিনা এবং শিশুরা আদৌ ভালো মানের খাবার পায় কিনা।