“৯ হাজার কোটি লুটে লন্ডনে এলাহি ফুর্তি!”- বিজয় মাল্যর জন্মদিনে ভারত সরকারকে চ্যালেঞ্জ ললিত মোদীর।

হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি আর আর্থিক তছরুপের অভিযোগ মাথায় নিয়ে দিব্যি রাজকীয় মেজাজে দিন কাটাচ্ছেন বিজয় মাল্য ও ললিত মোদী। সম্প্রতি ললিত মোদীর শেয়ার করা একটি ভিডিওতে দুই পলাতক ব্যবসায়ীকে লন্ডনের এক বিলাসবহুল পার্টিতে একসাথে দেখা গেছে। সেখানে ব্যঙ্গাত্মক সুরে ললিত মোদীকে বলতে শোনা যায়, তাঁরাই নাকি ‘ভারতের সবচেয়ে বড় পলাতক’।

বিজয় মাল্যর ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই পার্টিতে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন বায়োকন প্রধান কিরণ মজুমদার-শ থেকে শুরু করে হলিউড অভিনেতা ইদ্রিস এলবাও। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ললিত মোদী ক্যাপশনে লিখেছেন, “চলো ফের ভারতের ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলা যাক!” এই মন্তব্যকে ভারতের আইন ব্যবস্থা ও সরকারের প্রতি প্রকাশ্য উপহাস হিসেবেই দেখছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Lalit Modi (@lalitkmodi)

২০১০ সালে ললিত মোদী এবং ২০১৬ সালে বিজয় মাল্য দেশ ছেড়ে পালান। ভারত সরকার বছরের পর বছর ধরে তাঁদের প্রত্যর্পণের চেষ্টা চালালেও আইনি জটিলতায় তা আটকে আছে। এদিকে বিদেশের মাটিতে তাঁদের এই প্রকাশ্য উদ্‌যাপন ভারতের সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, হাজার হাজার কোটি টাকার তছরুপে অভিযুক্তরা কীভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এভাবে দম্ভ প্রকাশ করতে পারেন?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy