৫০০০ কিমি পথ পেরিয়ে তাক লাগাল ‘আপাপাং-আলাং-আহু’, খুদে পাখিদের কীর্তিতে স্তম্ভিত বিশ্ব।

মাত্র ৫ দিন, আর পাড়ি দেওয়া পথের দূরত্ব ৫০০০ কিলোমিটার! কোনো অত্যাধুনিক বিমান নয়, বরং প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি তিন খুদে বাজপাখি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ভারতের মণিপুর থেকে সুদূর জিম্বাবোয়ের হারারে পর্যন্ত ডানা মেলে উড়ে গিয়ে বিশ্বরেকর্ড গড়ল ‘আপাপাং’, ‘আলাং’ এবং ‘আহু’। এই তিনটি পাখিই আমুর ফ্যালকন (Amur Falcon) প্রজাতির, যাদের বিশ্বের ক্ষুদ্রতম বাজপাখি বলা হয়।

আইএএস অফিসার সুপ্রিয়া সাহু সোশ্যাল মিডিয়ায় এই রোমাঞ্চকর তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই বহু মহাদেশ ও সমুদ্র পেরিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করেছে তারা। এই পাখিদের শরীরে স্যাটেলাইট ট্যাগ বসানো ছিল, যার মাধ্যমেই তাদের এই অবিশ্বাস্য গতিবিধি ট্র্যাক করা সম্ভব হয়েছে। মণিপুর ও নাগাল্যান্ডের বন দপ্তরের এই বিশেষ নজরদারির ফলেই সামনে এসেছে এই বিরল তথ্য।

প্রকৃতিবিদদের মতে, আমুর ফ্যালকনরা বছরে প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। মূলত সাইবেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে তারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিশ্রাম নেয়। কিন্তু ৫ দিনে ৫০০০ কিমি অতিক্রম করার এই গতি আগে কখনো রেকর্ড করা হয়নি। বর্তমানে এই পাখিদের সংখ্যা বিশ্বজুড়ে হ্রাস পাচ্ছে, তাই তাদের জীবনচক্র ও গতিবিধি বুঝতে এই স্যাটেলাইট ট্র্যাকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই তিন খুদে ‘বিস্ময়’ এখন সারা বিশ্বের পক্ষীবিশারদদের গবেষণার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy