কোভিড-১৯ অতিমারি এবং ২০২০ সালের গালওয়ান সামরিক সংঘাতের জেরে দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর অবশেষে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হতে চলেছে। বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, এই মাসের অক্টোবরের শেষের দিক থেকে সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে। এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
MEA নিশ্চিত করেছে যে, “সরাসরি বিমান পরিষেবাগুলি ২০২৫ সালের অক্টোবরের শেষের দিকে পুনরায় চালু করা যেতে পারে। এই পুনঃসূচনা ভারত ও চিনের যোগাযোগকে আরও সহজতর করবে।”
মোদী-জিনপিং বৈঠকের ফলস্বরূপ এই সিদ্ধান্ত
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পরই এই বিমান চলাচল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, মোদী এবং জিনপিং উভয়েই এই বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, “ভারত এবং চিন উভয়ই স্বীকার করেছে যে তাদের মূল লক্ষ্য অভ্যন্তরীণ উন্নয়ন, তারা অংশীদার, প্রতিদ্বন্দ্বী নয়। দুই দেশের স্থিতিশীল এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থে।”
ইন্ডিগোর ফ্লাইট সূচি
২০২০ সালের গোড়ার দিকে কোভিডের কারণে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ওই বছর জুনে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অবনতি ঘটেছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় এবার বিমান পরিষেবা শুরু হচ্ছে।
ইন্ডিগো (IndiGo) আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা এবং গুয়াংঝাউ (CAN) শহরের মধ্যে প্রতিদিনের নন-স্টপ ফ্লাইট পুনরায় চালু করবে।
শীঘ্রই দিল্লি এবং গুয়াংঝাউয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনাও রয়েছে।
ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্স বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি দুটির মধ্যে এই বিমান পরিষেবা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।