প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, আজ তা কেটে গেল। দুপুর দুটোর খানিক পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করল।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে।
আদালতের পর্যবেক্ষণ:
চাকরি বহালের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ছিল মানবিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতিরা মন্তব্য করেন, “দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। যাঁরা ৯ বছর ধরে কাজ করছেন, তাঁদের পরিবারের কথাও ভাবতে হবে। যাঁরা সফল হননি, তাঁদের জন্য সব ড্যামেজ করা যায় না।”
হাইকোর্টের এই রায়ের ফলে হাজার হাজার শিক্ষক ও তাঁদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন।