‘২ ঘণ্টা পরে বলছি, কালই রিজাইন দেবো’-সাসপেন্ড হয়েই দলের বিরুদ্ধে বিদ্রোহের সুর হুমায়ুনের!

শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার যখন মুর্শিদাবাদের বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা চলছে, ঠিক তখনই ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই সভায় আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুনও।

সাসপেনশনের কারণ: ‘সাম্প্রদায়িক উত্তেজনা ও বিজেপিকে সাহায্য’

ফিরহাদ হাকিম এদিন সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীরের সাসপেনশনের মূল কারণ ব্যাখ্যা করেন:

  • সাম্প্রদায়িক উস্কানি: ফিরহাদ হাকিম বলেন, “উনি বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার কথা বলছেন। বেলডাঙ্গা কিছুদিন আগেও সাম্প্রদায়িক স্পর্শকাতর হয়েছিল। সেখানে দাঙ্গা লাগানো সহজ হবে। দাঙ্গা লাগলে বিজেপিকে সাহায্য করা হবে।”

  • বিজেপিকে সুবিধা: তিনি আরও অভিযোগ করেন যে, হুমায়ুন কবীর “বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজটা করার চেষ্টা করছে।”

  • শৃঙ্খলাভঙ্গ: ফিরহাদ জানান, “শৃঙ্খলারক্ষা কমিটি ৩ বার ওনাকে সতর্ক করেছে। উনি আবার এটা করছেন। আমরা পার্টির উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না।”

বাবরি মসজিদ ধ্বংসের দিন, ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। এই উদ্যোগ ঘিরে বিজেপি এবং রাজ্যপালের পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছিল।

সাসপেনশনের পর হুমায়ুনের প্রতিক্রিয়া

সাসপেনশনের খবর সংবাদমাধ্যম থেকে পেয়েই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন হুমায়ুন কবীর:

“আমি জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দু’ঘণ্টা পরে বলছি। আপনাদের মুখে শুনলাম আমায় সাসপেন্ড করা হয়েছে। এর আগেও ৬ বছরের জন্য আমায় সাসপেন্ড করা হয়েছিল। কালকেই রিজাইন দিয়ে দেব।”

তাঁর এই প্রতিক্রিয়ায় স্পষ্ট যে, তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে শুক্রবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন মোড় আনবে।

উল্লেখ্য, বাবরি মসজিদ নির্মাণের বৈধতা নিয়ে হুমায়ুন কবীর বলেছিলেন, সুপ্রিম কোর্ট বিচার করবে এবং সংবিধানে মসজিদ নির্মাণে কোনো বাধা নেই। তিনি জানিয়েছিলেন, শিলান্যাসে যাতে কোনো ধর্মের মানুষের অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে তাঁর ২,০০০ স্বেচ্ছাসেবক তৈরি থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy