রানাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল অডিও বার্তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী সশরীরে রানাঘাটে পৌঁছাতে না পারলেও, তাঁর বার্তা যে রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে—তেমনটাই দাবি দিলীপের। তিনি বলেন, “মোদীজি বাংলার জঙ্গল রাজ ২৬-এই পরিষ্কার করবেন।”
দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূল সরকার রাজ্যে যে অরাজকতা তৈরি করেছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে। এদিন তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সাধারণ মানুষ প্রকৃত ন্যায়বিচার পাবেন। শাসকদলকে রীতিমতো ‘ধুয়ে’ দিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে।