আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। আগামী ১১ ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ২৫টি গুরুত্বপূর্ণ নোডাল এজেন্সির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। নির্বাচনের আবহে এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। যেহেতু রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তাই এই প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে।
বিশেষ নজরদারি ও এজেন্ডা:
নির্বাচন কমিশন বিশেষত রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নজরদারি চালাতে প্রস্তুত। বৈঠকের প্রধান এজেন্ডাগুলির মধ্যে থাকবে:
-
রাজ্যে বেআইনি অস্ত্র পাচার,
-
বেআইনি অস্ত্রচক্রের গতিবিধি,
-
ব্ল্যাক মানি ও সন্দেহজনক আর্থিক লেনদেন,
-
গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা বিষয়ক সমন্বয়।
অনুমান করা হচ্ছে, নির্বাচন কমিশন চাইছে ভোটের অনেক আগে থেকেই এই ধরনের অবৈধ কার্যকলাপের উপর নজরদারি শুরু হোক।
বৈঠকে ডাক পাওয়া গুরুত্বপূর্ণ এজেন্সিগুলির মধ্যে রয়েছে:
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, প্রিন্সিপাল সেক্রেটারি (ট্রান্সপোর্ট ও কো-অপারেশন ডিপার্টমেন্ট), কমিশনার অফ পুলিশ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর, ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্স, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB), প্রিন্সিপাল এডিজি (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স), কাস্টমস, এক্সাইজ, কমার্শিয়াল ট্যাক্সেস, বিএসএফ, সিআইএসএফ, সশস্ত্র সীমা বল (এসএসবি), আরপিএফ এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মতো মোট ২৫টি এজেন্সি।