২১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে! মোদী-শাহকে কটাক্ষ ভূপেশ বাঘেলের

ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে আবগারি দুর্নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ইডি তার বাড়িতে তল্লাশি চালানোর পরই এই গ্রেফতারি সম্পন্ন হয়।

জানা গেছে, শুক্রবার সকালে ইডি ছত্তীসগঢ়ের দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দেয়। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (Prevention of Money Laundering Act – PMLA) অধীনে নতুন প্রমাণ হাতে আসার পরই ইডি এই অভিযান চালায়। এই বাড়িতেই চৈতন্য বাঘেল বসবাস করেন। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালানোর পর চৈতন্যকে গ্রেফতার করা হয়।

ইডির অভিযোগ, ছত্তীসগঢ়ের আবগারি দুর্নীতিতে রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে, প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি দাবি করছে যে চৈতন্য বাঘেল এই দুর্নীতির অংশীদার ছিলেন এবং এই দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন।

এই গ্রেফতারি প্রসঙ্গে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, আজ তার ছেলে চৈতন্যের জন্মদিন। এই দিনেই গ্রেফতার হওয়ায় ভূপেশ বাঘেল বলেন, “মোদী ও শাহ যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনো গণতন্ত্রে কেউ দিতে পারবে না। আজ আমার জন্মদিনে দুই সম্মানীয় নেতা আমার পরামর্শদাতা ও অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। আর আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।”

প্রসঙ্গত, গত মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy