২০২৬ ভোটের আগে বড় ধামাকা! সিইও-র নিরাপত্তায় এবার সিআইএসএফ, নবান্নকে এড়িয়ে বড় সিদ্ধান্ত কমিশনের!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (CEO) মনোজ আগরওয়ালের জন্য বরাদ্দ করা হলো হাই-ভোল্টেজ ‘Y+’ ক্যাটাগরির নিরাপত্তা। এবার থেকে তাঁর ছায়াসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা CISF-এর অন্তত ২০ জন সশস্ত্র জওয়ান।

কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত? রাজ্য নির্বাচন কমিশনের অফিসের নিরাপত্তা নিয়ে গত মাস থেকেই টানাপোড়েন চলছিল। নভেম্বর মাসে বুথ লেভেল অফিসারদের (BLO) একটি দল ‘অতিরিক্ত কাজের চাপে’র দাবিতে সিইও-র অফিসের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান। এমনকি মনোজ আগরওয়ালের সাথে দেখা করার জন্য কার্যত হুলুস্থুল পড়ে যায়। সেই সময়ই অফিসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। রাজ্য পুলিশের নজর এড়িয়ে কীভাবে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকলেন, তা নিয়ে কমিশন অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছিল।

পুরো অফিস এবার কেন্দ্রীয় পাহারায়: স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অনিল সুব্রহ্মণ্যমকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, সিইও অফিসের দ্বিতীয় এবং তৃতীয় তলায় থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা। আগামী মাসে ২১, এনএস রোডের বর্তমান ঠিকানা বদলে অফিসটি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ভবনে যাচ্ছে। নতুন অফিসে বসার দিন থেকেই এই কড়া নিরাপত্তা বলয় কার্যকর হবে।

কে এই মনোজ আগরওয়াল? ১৯৯০ ব্যাচের অভিজ্ঞ আইএএস (IAS) অফিসার মনোজ আগরওয়াল। এর আগে তিনি খাদ্য ও সরবরাহ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে খাদ্য সচিব থাকাকালীন রেশনে দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিয়ে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে সেই রেশন দুর্নীতিতেই গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রাজনৈতিক তাৎপর্য: ২০২৬ সালের জুলাই মাসে অবসর নেবেন মনোজ আগরওয়াল। অর্থাৎ তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গের হাই-ভোল্টেজ বিধানসভা ভোট পরিচালিত হবে। ভোটের আগে মুখ্য নির্বাচনী কর্মকর্তার নিরাপত্তায় রাজ্য পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নবান্নের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy