২০২৫ ছিল ‘শাপমুক্তির বছর’! বিশ্বকাপ থেকে আইপিএল—কাটলো দীর্ঘ ট্রফি খরা

“এই শহর জানে আমার প্রথম সবকিছু…”—কবীর সুমনের গানের এই পঙক্তিটি যেন ২০২৫ সালের ক্রীড়াবিশ্বের জন্য একদম মানানসই। তিলোত্তমা কলকাতা যেমন বহু ইতিহাসের সাক্ষী, তেমনই ২০২৫ সালটি বিশ্ব ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক ‘শাপমুক্তির বছর’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষা, একাধিক ফাইনালে হার আর এক দশকের আক্ষেপ মুছে ফেলে এবছর অনেক দলই ছুঁয়ে দেখেছে তাদের প্রথম বড় সাফল্য।

বিশ্বজয়ী ভারতের মেয়েরা: পাঁচ দশকেরও বেশি সময়, ঠিক ৫২ বছর পর ভারতের প্রমীলা ব্রিগেড বিশ্বসেরার শিরোপা জিতল। ঘরের মাঠে আয়োজিত মহিলা বিশ্বকাপে ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীত কৌররা। ১৯৭৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারতের এটিই প্রথম ট্রফি।

আরসিবির শাপমোচন: দীর্ঘ ১৭ বছরের ট্রফি খরা কাটিয়ে অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩ জুন আইপিএলের মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি হাতে তুললেন বিরাট কোহলি। ‘চোকার্স’ তকমা ঝেড়ে ফেলে বেঙ্গালুরুতে এখন অকাল দীপাবলি।

আন্তর্জাতিক ফুটবল ও টেনিস: শুধু ক্রিকেট নয়, ফুটবলেও এসেছে বড় সাফল্য। হ্যারি কেনের দীর্ঘ কেরিয়ারের ‘ট্রফিশূন্য’ তকমা ঘুচলো বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা জয়ে। অন্যদিকে, পিএসজি প্রথমবার ইউরোপ সেরা হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল। ইংলিশ ফুটবলে ক্রিস্টাল প্যালেস ১১৯ বছরের ইতিহাসে প্রথম মেজর ট্রফি জিতে অসাধ্য সাধন করেছে। টটেনহ্যাম হটস্পার ১৭ বছর এবং নিউক্যাসল ৭০ বছর পর তাদের প্রথম ঘরোয়া খেতাব জিতে ট্রফিখরা কাটিয়েছে। টেস্ট ক্রিকেটেও এসেছে বড় পরিবর্তন; অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতল দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে ২০২৫ সাল ছিল হার না মানা লড়াই আর সাফল্যের এক অবিস্মরণীয় কোলাজ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy