২০২৫-এ বিশ্বজয়ী ভারতের কন্যারা! মাঠ কাঁপিয়ে তেরঙা ওড়ালেন মীরাবাঈ থেকে স্মৃতিরা

সময়ের নিয়ম মেনে বিদায় নিচ্ছে আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা উলটে আমরা পা রাখছি ২০২৬-এ। তবে এই বিদায়ী বছরটি ক্রীড়াবিশ্বে, বিশেষ করে ভারতীয় মহিলা অ্যাথলিটদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০২৫ সালটি ছিল মাঠের লড়াইয়ে মেয়েদের একক আধিপত্যের বছর। ক্রিকেট পিচ থেকে বক্সিং রিং— যেখানেই ভারতের মেয়েরা পা রেখেছেন, সেখানেই উড়েছে তেরঙা।

ক্রিকেটে বিশ্বজয় ও তেরঙার দাপট: এ বছর বাইশ গজে ভারতীয় প্রমিলা বাহিনীর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরদের ব্যাট আর রেণুকা সিংদের বোলিং তোপে ধরাশায়ী হয়েছে বিশ্বের তাবড় দলগুলো। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জয়লাভ করে ভারতের ঝুলিতে এসেছে বহু প্রতীক্ষিত ট্রফি। তেরঙা পতাকা হাতে তাঁদের সেই বিজয়োল্লাস দেশবাসীর মনে গেঁথে থাকবে অনেকদিন।

বক্সিং ও অ্যাথলেটিক্সে সোনার দৌড়: রিংয়ের ভেতরে পাঞ্চের জোরে প্রতিপক্ষকে ছিটকে দিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের বক্সাররা। কেবল বক্সিং নয়, ভারোত্তোলন থেকে শুরু করে কুস্তি এবং অ্যাথলেটিক্সের ট্র্যাকেও দেখা গেছে ভারতীয় কন্যাদের জয়জয়কার। প্রতিকূলতা জয় করে পোডিয়ামে দাঁড়িয়ে যখন তাঁরা জাতীয় সংগীত গেয়েছেন, তখন গর্বে বুক ভরেছে কোটি কোটি ভারতবাসীর।

বছর শেষে ফিরে দেখা: ২০২৫ সালটি প্রমাণ করে দিল যে, সুযোগ পেলে ভারতের মেয়েরা আকাশ ছুঁতে পারে। গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা আর একের পর এক রেকর্ড ভাঙার সাক্ষী থেকেছে এই বছরটি। নতুন বছরে পা রাখার আগে এই সাফল্যগুলো কেবল অনুপ্রেরণাই দেয় না, বরং ২০২৬-এ আরও বড় লক্ষ্য জয়ের সাহস জোগায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy