১ জানুয়ারি দক্ষিণেশ্বর ও কাশিপুরে জনজোয়ারের সম্ভাবনা! যানজট রুখতে কলকাতা পুলিশের কড়া ট্রাফিক বিধিনিষেধ

আগামী ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির এবং কাশিপুর উদ্যানবাটিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে। এই ভিড় সামাল দিতে এবং উত্তর কলকাতায় যান চলাচল স্বাভাবিক রাখতে একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ। বুধবার লালবাজারের তরফে একটি বিশেষ ট্রাফিক নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে, ওইদিন শহরের একটি বড় অংশে পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

ট্রাফিক নিয়ন্ত্রণের মূল বিষয়গুলি
পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ: ১ জানুয়ারি ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বি.টি রোড এবং কাশিপুর রোড ধরে উত্তরমুখী সমস্ত পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ ১৭টি মোড়ে নজরদারি: রবীন্দ্র সরণি, গ্রে স্ট্রিট, গ্যালিফ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ এবং এমজি রোড-সহ মোট ১৭টি ক্রসিংয়ে কড়া বিধিনিষেধ থাকবে।

কাশিপুর রোডে বিশেষ নিয়ন্ত্রণ: খাগেন চ্যাটার্জি রোড থেকে গোপাল চ্যাটার্জি রোড পর্যন্ত ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র উদ্যানবাটির স্টিকারযুক্ত গাড়ি সেখানে প্রবেশ করতে পারবে।

ব্যতিক্রমী পরিষেবা: উৎসবের দিনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জরুরি পরিষেবার গাড়িগুলিকে (যেমন— দুধ, ওষুধ, অক্সিজেন, এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, মাছ-সবজি ও ফলের গাড়ি) এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। ১৬০০ কেজির কম ওজনের ছোট পণ্যবাহী গাড়িগুলি বিকেল ৪টের পর চলাচলের অনুমতি পাবে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভিড়ের পরিস্থিতি বুঝে যেকোনো মুহূর্তে অন্য কোনো রাস্তাতেও ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে। কল্পতরু উৎসবে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক জট এড়াতে সাধারণ মানুষকে আগেভাগেই যাত্রাপথ পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy