পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এখনো ঢের দেরি, কিন্তু তার আগেই যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শুধু আগাম হুঙ্কারই দিলেন না, রীতিমতো দিনক্ষণ ঘোষণা করে দিলেন বাংলায় পরিবর্তনের। শাহের দাবি, ২০২৬ সালের ১৫ এপ্রিলের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।
সাংবাদিক বৈঠকে অমিত শাহ স্পষ্ট জানান, ২০২৬ সালের এপ্রিল মাস বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ওই মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে ‘অনুপ্রবেশ’ যে বিজেপির প্রধান ইস্যু হতে চলেছে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। শাহের হু হুঁশিয়ারি, “আমরা এমন এক মজবুত জাতীয় গ্রিড তৈরি করব যে বাংলায় অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানুষ তো দূরের কথা, একটা পাখিও বর্ডার দিয়ে গলতে পারবে না।”
অনুপ্রবেশ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তুলেছেন তিনি। শাহ প্রশ্ন করেন, “মমতাজি, ভারতের আর কোন রাজ্য বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিতে অস্বীকার করে? কেন অসম বা ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হলেও বাংলায় হচ্ছে?” তাঁর অভিযোগ, ভোটব্যাংকের লোভে রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। দেশের নিরাপত্তার স্বার্থে বাংলার মানুষকে একটি ‘মজবুত সরকার’ গড়ার ডাক দিয়েছেন তিনি। দুর্নীতির আবহে বাংলার মানুষ যে ভীত ও উদ্বিগ্ন, তা উল্লেখ করে শাহ দাবি করেন যে ২০২৬-এ বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।