১২-র ঘরে পারদ! হাড়কাঁপানো ঠান্ডায় মরশুমের শীতলতম দিন কলকাতায়, কতদিন চলবে এই স্পেল?

কলকাতাসহ গোটা রাজ্যজুড়েই জারি রয়েছে শীতের ঝোড়ো ব্যাটিং। শুক্রবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৬ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার দাপটে সকাল থেকেই হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু শহর থেকে শহরতলি।

আশ্চর্যের বিষয় হলো, এই দফায় ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গকে কার্যত গোল দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পাহাড়ি কালিম্পংয়ের তাপমাত্রা যখন ১০.৩ ডিগ্রি, তখন আসানসোল, বর্ধমান এবং ব্যারাকপুরের তাপমাত্রা তাকেও ছাপিয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে শ্রীনিকেতন, যেখানে পারদ নেমেছে মাত্র ৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া (৯.২ ডিগ্রি), কল্যাণী (৯ ডিগ্রি) এবং পুরুলিয়াতেও (১০ ডিগ্রি) জাঁকিয়ে শীত পড়েছে। উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি এবং দার্জিলিং ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে।

আগামী ৫ দিনের পূর্বাভাস: হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে এবং ৭ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ বর্ষশেষ পর্যন্ত এই কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা সামান্য ১-২ ডিগ্রি বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ উপকূলবর্তী দিঘা ও বসিরহাটেও পারদ নিম্নমুখী, যা পর্যটকদের জন্য বাড়তি পাওনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy