বালিগঞ্জের প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়ার পর এবার সরাসরি জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ূন কবীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নিশা চট্টোপাধ্যায়। নিশার দাবি, তাঁকে প্রার্থী করা এবং তারপর হঠাৎ করে বাদ দেওয়া— এই পুরো নাটকটিই পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিম বিভাজন তৈরির জন্য করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিধায়ক হুমায়ূন কবীর একদিকে বলছেন হিন্দুদের ‘কেটে গঙ্গায় ফেলে দেওয়া হবে’, আবার অন্যদিকে মুসলিম আবেগকে ব্যবহার করে রাজনীতি করছেন।
নিশা সংবাদমাধ্যমকে জানান, “আমাকে বলা হয়েছিল এটি একটি ধর্মনিরপেক্ষ দল। কিন্তু এখন দেখছি দলের প্রধান নিজেই বলছেন তিনি হিন্দুদের সমর্থন করেন না। আমি একজন হিন্দু হয়েও মুসলিম ভাই-বোনদের সঙ্গে কাজ করি, কিন্তু এই ধরনের বিভাজনের রাজনীতি আমি মানতে পারছি না।” নিশার অভিযোগ, বাবরি মসজিদের মতো সংবেদনশীল বিষয় টেনে এনে মুসলিম সমাজের ভাবাবেগকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এই বিতর্কের জেরে এখন প্রশ্নের মুখে হুমায়ূন কবীরের রাজনৈতিক স্বচ্ছতা।