হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় বিজেপি ব্যর্থ হলে দলের ভবিষ্যৎ অন্ধকার, এমন কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বুধবার এক ‘এক্স’ (সাবেক ট্যুইটার) বার্তায় তিনি লিখেছেন, “যদি বিজেপি হিন্দুদের রক্ষা না করে, তা সে ভারতে হোক বা বাংলাদেশে, দলের ভবিষ্যৎ অন্ধকার। এটা এত সহজ।”
এই মন্তব্যটি তিনি বিজেপি-র জাতীয়, প্রাদেশিক ‘এক্স’ হ্যান্ডেল ছাড়াও দলের শীর্ষস্থানীয় তিন নেতা—জেপি নাড্ডা, অমিত শাহ এবং সুনীল বনশলের ‘এক্স’ হ্যান্ডেলের সঙ্গে যুক্ত করেছেন, যা তার বক্তব্যের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অসুস্থতা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ
এর আগে মঙ্গলবার রাতে তথাগত রায় আরেকটি ‘এক্স’ বার্তায় উদ্বেগ প্রকাশ করে লেখেন, “খবর আসছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে খুবই অসুস্থ। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। মনে হয় মানুষটাকে কারাগারে শেষ করে দেবে।”
এই প্রসঙ্গে তিনি ইতিহাসের এক বেদনাদায়ক ঘটনার উল্লেখ করে বলেন, “ঠিক এই ভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খুন হয়েছিলেন নেহরু ও শেখ আবদুল্লার চক্রান্তে। নেহরু কিছুতেই তার মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হতে দেননি। হিন্দুর হয়ে যে লড়াই করবে তাদের প্রত্যেকেরই কি এই পরিণতি?”
তথাগত রায়ের এই মন্তব্যগুলি এমন এক সময়ে এল, যখন দেশের রাজনৈতিক মহলে হিন্দুত্ববাদী রাজনীতি এবং সংখ্যালঘু সুরক্ষার বিষয়গুলি নিয়ে জোর আলোচনা চলছে। তার এই সরাসরি বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হিন্দুত্বের প্রশ্নে আরও সক্রিয় হওয়ার জন্য এক প্রকার চাপ সৃষ্টি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার প্রসঙ্গ তুলে তিনি বিষয়টি আরও বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে এসেছেন।