হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে চলল গুলি, দাম্পত্য কলহের জেরে মাথায় গুলিবিদ্ধ গৃহবধূ, স্বামী আটক

হাওড়ার শিবপুরের একটি অভিজাত আবাসনে দাম্পত্য কলহ রণক্ষেত্রের চেহারা নিল। স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গুলি চলার ঘটনায় পুনম যাদব (২৯) নামে এক গৃহবধূ গুরুতর জখম হয়েছেন। তাঁর মাথায় গুলি লেগেছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কী ঘটেছিল? বুধবার সকাল দশটা নাগাদ শিবপুরের ওই পরিচিত আবাসনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুনম ও তাঁর স্বামী গোপাল যাদবের মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। বুধবার সকালেও তাঁদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়।

  • গুলির অভিযোগ: অভিযোগ, উত্তেজনার মুহূর্তে আচমকাই গোপাল আগ্নেয়াস্ত্র বের করেন। কীভাবে গুলিটি চলল তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য থাকলেও, গুলিটি পুনমের মাথায় লাগে বলে পুলিশ নিশ্চিত করেছে।

  • আবাসনে আতঙ্ক: গুলির শব্দ পেয়েই আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। স্থানীয়রাই রক্তাক্ত পুনমকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশের তদন্ত ও গোপালকে আটক: খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোপাল যাদবকে আটক করে। তাঁকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • তদন্তের মূল বিষয়: তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঘটনার সময় গোপাল কতটা প্ররোচিত ছিলেন, গুলি ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি দুর্ঘটনাবশত চলে গিয়েছে।

  • সিসিটিভি সংগ্রহ: আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল, তার লাইসেন্স ছিল কি না, এবং ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • গুরুত্ব: এই আবাসনে রাজ্যের এক মন্ত্রীরও ফ্ল্যাট থাকায় ঘটনাটি নিয়ে পুলিশের তৎপরতা আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, পুনমের জ্ঞান ফিরলে তাঁর বয়ান নেওয়া হবে, যা ঘটনার প্রকৃত কারণ জানতে সাহায্য করবে। আপাতত তদন্তের স্বার্থে মুখ খুলতে নারাজ তদন্তকারী আধিকারিকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy