হাওড়ার অভিজাত আবাসনে গুলি, মাথায় রক্তক্ষরণ নিয়ে আইসিইউতে তরুণী পুনম যাদব, স্বামীর বিরুদ্ধে অভিযোগ

হাওড়ার শিবপুর থানা এলাকার একটি অভিজাত আবাসনে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় পুনম যাদব নামের ওই তরুণী বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর স্বামীর বিরুদ্ধে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা।

আহত তরুণীর অবস্থা: জানা গিয়েছে, গুলিটি ডান দিকে মাথার পিছনের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়। তবে মাথায় ক্ষতচিহ্ন হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তা উদ্বেগজনক। হাসপাতাল সূত্রে খবর, কাল তাঁর সার্জারি হতে পারে। তার আগে সিটি স্ক্যান-সহ আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

পুলিশি তৎপরতা: শিবপুর থানার অদূরে অভিজাত আবাসনে গুলি চলার ঘটনায় তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ। ঘটনার পরপরই গুলিবিদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। এই বিষয়ে আলিপুর থানার পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেট হাসপাতালে ভর্তি পুনম যাদবকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy