আবারও হাওড়া-আমতা লোকাল লাইনে রেলের চরম অমানবিকতার ছবি সামনে এল। ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম এক মহিলাকে উদ্ধার করতে দু’ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই মহিলা প্রায় দু’ঘণ্টা ধরে রেললাইনের ধারে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু রেলের পক্ষ থেকে দ্রুত উদ্ধারের কোনো তৎপরতা দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আমতা থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেন থেকে মহেন্দ্রলাল নগর এবং মাজু রেল স্টেশনের মাঝের অংশে ওই মহিলা পড়ে যান। তবে তিনি লাইন ধরে হাঁটছিলেন নাকি ট্রেন থেকে পড়ে গিয়েছেন, সে বিষয়ে দ্বিমত রয়েছে।
অমানবিকতার অভিযোগ: দুর্ঘটনা ঘটার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও ওই মহিলাকে উদ্ধারের বিষয়ে কোনো তৎপরতা দেখায়নি রেল। স্থানীয়দের অভিযোগ, এই সময়ের মধ্যে অন্তত দু’টি ট্রেন যাতায়াত করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। রেলের এই চূড়ান্ত নিষ্ক্রিয়তায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে তাঁরা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, কয়েকদিন আগেও এই হাওড়া-আমতা লাইনেই একটি ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির প্রাণ গিয়েছিল। সেই ঘটনাতেও দেহ উদ্ধারে কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ায় রেলের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল।